Logo
Logo
×

খেলা

শ্রীলঙ্কায় ওয়ান ডে দল ঘোষণায় ফিরলেন লিটন, নাঈম

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১১:৫৮ এএম

শ্রীলঙ্কায় ওয়ান ডে দল ঘোষণায় ফিরলেন লিটন, নাঈম

ছবি-সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান ডে দল ঘোষণা। এতে দুই বছর পর ফিরলেন লিটন দাস ও নাঈম। আগামী ২৫ জুন কলম্বোতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপর দুই দল মুখোমুখি হবে ওয়ানডে সিরিজে। 

৫০ ওভারের ক্রিকেটের জন্য সোমবার ১৬ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াডে ফিরেছেন লিটন দাস ও নাঈম শেখ। সর্বশেষ খেলা চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ছিলেন না লিটন। নাঈম ফিরেছেন ২ বছর পর। 

সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্কোয়াড ছিল ১৫ জনের। লঙ্কানদের বিপক্ষে ১৬ জনের স্কোয়াড দিয়েছে গাজী আশরাাফ হোসেন লিপুর নেতৃত্বে থাকা নির্বাচক কমিটি। আগের স্কোয়াড থেকে বাদ পড়েছেন চার ক্রিকেটার। মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ দুইজন অবসর নিয়েছেন। এর বাইরে নাসুম আহমেদ ও সৌম্য সরকার বাদ পড়েছেন। ফিরেছেন তানভীর ইসলাম, নাঈম শেখ, হাসান মাহমুদ, লিটন দাস ও শামীম হোসেন। 

চ্যাম্পিয়ন্স ট্রফির পর দুই সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদ অবসরে চলে গেছেন। ফলে তাদের জায়গা খালিই ছিল। এই জায়গা পূরণ করবেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। ওয়ানডে অধিনায়ক মিরাজ হয়তো মাহমুদউল্লাহর জায়গায় ব্যাটিং করবেন। অন্যদিকে মুশফিকের বদলি হিসেবে দেখা যাবে লিটনকে। গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছিলেন না তিনি। একটি টুর্নামেন্ট শেষে দলে ফিরতে যাচ্ছেন।

নাঈম হাসানকে ফেরাতে বাদ পড়তে হয়েছে সৌম সরকারকে। নাঈম ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে ভালো খেলার পুরস্কার পেয়েছেন। ২০২৩ সালে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলেছিলেন। সেই লঙ্কানদের বিপক্ষেই ফিরলেন তিনি। এদিকে ইনজুরি সমস্যায় ভুগতে থাকা মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ ফিরছেন শ্রীলঙ্কা সিরিজে। 

 শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দল: পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, তানজিদ হাসান তামিম,  নাজমুল হোসেন শান্ত, জাকের আলি অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শামীম হোসেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন