ছবি- সংগৃহীত
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে গলে দারুণ পারফরম্যান্স দেখালেও জয় অধরাই রইল বাংলাদেশের। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে টাইগাররা তুলে ফেলে ৪৯৫ রানের বড় সংগ্রহ। জবাবে লঙ্কানরা করে ৪৮৫ রান, ফলে প্রথম ইনিংসে মাত্র ১০ রানের লিড পায় বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের নেতৃত্বে ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, যিনি দারুণ সেঞ্চুরি করে দলকে ২৮৫/৬ রানে পৌঁছান। সেখান থেকেই ইনিংস ঘোষণা করে বাংলাদেশ, শ্রীলঙ্কাকে দেয় ২৯৬ রানের লক্ষ্য। শেষ বিকেলে মাত্র ৩২ ওভারেই চার উইকেট তুলে নেয় টাইগার বোলাররা, তবুও শ্রীলঙ্কা ৭২/৪ তে পৌঁছে ম্যাচ ড্রয়ে শেষ হয়।
ম্যাচ ড্র করার পর শান্ত বলেন, উইকেট ছিল প্রত্যাশার তুলনায় অনেক ভালো, ফলে ঝুঁকি না নিয়ে তারা এমন পজিশনে যাওয়ার চেষ্টা করেছেন যেখান থেকে হারার সম্ভাবনা কম থাকে এবং জয়ের সুযোগ বেশি থাকে।
তিনি বলেন, “বৃষ্টি আমাদের পরিকল্পনায় বাধা দিয়েছে, কিন্তু আমরা সবসময় জয়ের কথাই ভেবেছি। সবমিলিয়ে পুরো ম্যাচটা আমাদের জেতার জন্য চিন্তা ছিল। আপনি যদি বলেন সকাল থেকেই আরও একটু আক্রমণাত্বক খেলা যেতো কিনা—আমরা ওই অবস্থাতে তখনো পর্যন্ত ছিলাম না। আসলে উইকেটটা কী রকম আচরণ করে। সুতরাং ওই একটা ঘণ্টা আমরা একটু সময় নিয়েছি।
আরএস/



