Logo
Logo
×

খেলা

বিমানবন্দরে স্বর্ণজয়ী আরচার আলিফকে স্বাগত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৫, ১১:১০ এএম

বিমানবন্দরে স্বর্ণজয়ী আরচার আলিফকে স্বাগত

ছবি- বিমানবন্দরে ফুল দিয়ে বরণ ও মিষ্টিমুখ করিয়ে স্বাগত জানান আরচারি ফেডারেশন ও বিকেএসপির ঊর্ধ্বতন কর্মকর্তারা

এশিয়া কাপ আরচারিতে স্বর্ণজয়ী আরচার আব্দুর রহমান আলিফসহ দলের অন্য সদস্যরা দেশে ফিরেছেন। সিঙ্গাপুর থেকে শনিবার সন্ধ্যায় দেশে ফিরলে বিমানবন্দরে তাকে ফুল দিয়ে বরণ ও মিষ্টিমুখ করিয়ে স্বাগত জানান বাংলাদেশ আরচারি ফেডারেশন ও বিকেএসপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শুক্রবার রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছেন তিনি। সোনা জিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন আব্দুর রহমান আলিফ।

ফাইনাল ম্যাচে তিনি জাপানের মিয়াতা গাকুতোকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়েছেন। প্রথম দুই সেটে এগিয়ে ছিলেন আলিফ। তবে দারুণভাবে ঘুরে দাঁড়ান জাপানের আরচার গাকুতো। পরের দুই সেট জিতে খেলায় সমতা আনেন তিনি। ফলে পঞ্চম সেটে গড়ায় খেলা। সেখানে আলিফ ২৯-২৬ পয়েন্টের ব্যবধানে গাকুতোকে পেছনে ফেলে স্বর্ণ জিতে নেন।

আন্তর্জাতিক প্রতিযোগিতায় এর আগে অনেকবারই খেলেছেন আব্দুর রহমান আলিফ। বিশ্বকাপ, এশিয়ান চ্যাম্পিয়নশিপ, এশিয়ান গ্রাঁ প্রিঁর মতো আসরে অংশ নিলেও কখনো কোনো পদক জিততে পারেননি একক ইভেন্টে। এশিয়া কাপে স্বর্ণজয় তার ক্যারিয়ারের সেরা সাফল্য।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন