Logo
Logo
×

খেলা

টানা দ্বিতীয়বারের মতো বিগ ব্যাশে দল পেলেন রিশাদ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০৮:৩৬ পিএম

টানা দ্বিতীয়বারের মতো বিগ ব্যাশে দল পেলেন রিশাদ

ছবি- সংগৃহীত

বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন টানা দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে সুযোগ পেলেন। এবারও তাকে দলে নিয়েছে হোবার্ট হারিকেনস। 

গত মৌসুমেও রিশাদকে দলে নিয়েছিল হোবার্ট, তবে ওয়েস্ট ইন্ডিজ সফর ও বিপিএলের ব্যস্ত সূচির কারণে তিনি খেলতে পারেননি। যদিও রিশাদ মাঠে না নামলেও হোবার্ট সেই আসরে শিরোপা জয় করে।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের হয়ে ১৪টি উইকেট নিয়ে দারুণ সাড়া ফেলেন রিশাদ, যা তাকে আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নজরে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপর কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও বিগ ব্যাশে খেলার প্রস্তাব পেলেও কেবল লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলে খেলেছেন তিনি। সেখানে ৭ ম্যাচে ১৩ উইকেট নিয়ে শিরোপাজয়ে বড় ভূমিকা রাখেন।

বিগ ব্যাশের ইতিহাসে কেবল সাকিব আল হাসান-ই বাংলাদেশের হয়ে খেলেছেন। তবে ড্রাফট থেকে সরাসরি দল পাওয়া প্রথম বাংলাদেশি ক্রিকেটার হলেন রিশাদ।

চলতি বছরের ২১ ডিসেম্বর শুরু হচ্ছে বিগ ব্যাশের ১৫তম আসর, যা চলবে ২৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন