ছবি- সংগৃহীত
বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন টানা দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে সুযোগ পেলেন। এবারও তাকে দলে নিয়েছে হোবার্ট হারিকেনস।
গত মৌসুমেও রিশাদকে দলে নিয়েছিল হোবার্ট, তবে ওয়েস্ট ইন্ডিজ সফর ও বিপিএলের ব্যস্ত সূচির কারণে তিনি খেলতে পারেননি। যদিও রিশাদ মাঠে না নামলেও হোবার্ট সেই আসরে শিরোপা জয় করে।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের হয়ে ১৪টি উইকেট নিয়ে দারুণ সাড়া ফেলেন রিশাদ, যা তাকে আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নজরে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপর কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও বিগ ব্যাশে খেলার প্রস্তাব পেলেও কেবল লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলে খেলেছেন তিনি। সেখানে ৭ ম্যাচে ১৩ উইকেট নিয়ে শিরোপাজয়ে বড় ভূমিকা রাখেন।
বিগ ব্যাশের ইতিহাসে কেবল সাকিব আল হাসান-ই বাংলাদেশের হয়ে খেলেছেন। তবে ড্রাফট থেকে সরাসরি দল পাওয়া প্রথম বাংলাদেশি ক্রিকেটার হলেন রিশাদ।
চলতি বছরের ২১ ডিসেম্বর শুরু হচ্ছে বিগ ব্যাশের ১৫তম আসর, যা চলবে ২৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।



