ছবি- সংগৃহীত
দেড় বছর পর টেস্টে সেঞ্চুরির দেখা পেলেন নাজমুল হোসেন শান্ত। গল আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন বাংলাদেশ অধিনায়ক। শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও, চতুর্থ উইকেটে মুশফিকুর রহিমের সঙ্গে গড়ে তোলেন শক্ত জুটি।
শান্ত ২০২ বলে ১১টি চার ও একটি ছক্কার সাহায্যে পূর্ণ করেন তার টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। এটি ছিল তার লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় শতক। সবশেষ টেস্ট সেঞ্চুরি এসেছিল ২০২৩ সালের নভেম্বরে, নিউজিল্যান্ডের বিপক্ষে। আর সব ফরম্যাট মিলিয়ে সর্বশেষ শতক ছিল ২০২4 সালের মার্চে, শ্রীলঙ্কার বিপক্ষেই ওয়ানডেতে।
২০১৩ সালে টেস্টে তিনটি সেঞ্চুরি করে আলোচনায় আসা শান্ত পরের বছর ব্যাট হাতে ছিলেন নিষ্প্রভ। তবে ২০২৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে পুরোনো ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। আজকের ইনিংস সেই প্রত্যাবর্তনেরই এক উজ্জ্বল প্রমাণ।
শেষ খবর অনুযায়ী, বাংলাদেশ ৩ উইকেটে তুলেছে ২৩৪ রান। শান্ত-মুশফিক জুটি অবিচ্ছিন্ন থেকে যোগ করেছেন ১৮৯ রান, যেখানে মুশফিক অপরাজিত আছেন ৮৭ রানে।
আরএস/



