Logo
Logo
×

বিশেষ সংবাদ

কৃষি বিপ্লবে এক তরুণ উদ্যোক্তার নাম: রাকিব হোসেন

Icon

মেহেদী হাসান

প্রকাশ: ০১ জুন ২০২৫, ০৩:৫৭ পিএম

কৃষি বিপ্লবে এক তরুণ উদ্যোক্তার নাম: রাকিব হোসেন

ছবি : রাকিব হোসেন

বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হলো কৃষি। যুগ যুগ ধরে এ খাত নির্ভর করেছে প্রথাগত চাষাবাদের ওপর, যেখানে আধুনিক প্রযুক্তি, সঠিক ব্যবস্থাপনা ও তরুণ উদ্যোক্তার উপস্থিতি ছিল অনেকটাই সীমিত। কিন্তু এই চিত্র বদলাতে শুরু করেছে এক ঝাঁক নতুন তরুণ প্রজন্মের হাত ধরে। তেমনই একজন আলোকিত নাম হলো রাকিব হোসেন ম্যানেজিং ডিরেক্টর, লুমিনাস গ্রুপ— একজন তরুণ উদ্যোক্তা যিনি কৃষি খাতে এনেছেন যুগান্তকারী পরিবর্তন এবং বেকার যুবকদের জন্য সৃষ্টি করেছেন হাজারো কর্মসংস্থানের সুযোগ।

রাকিব হোসেনের পথচলা শুরু হয়েছিল খুব সাধারণভাবে, কিন্তু তাঁর চিন্তাভাবনা ছিল অসাধারণ। উচ্চশিক্ষা শেষে যখন অধিকাংশ তরুণ চাকরির পেছনে ছুটছে, তখন রাকিব হোসেন বেছে নেন ভিন্ন এক পথ — উদ্যোক্তা হওয়ার পথ। তিনি বিশ্বাস করতেন, যদি কৃষিকে আধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী চিন্তা এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এগিয়ে নেওয়া যায়, তবে কেবল কৃষকের জীবনমানই নয়, বদলে যাবে পুরো জাতির ভাগ্য। রাকিব হোসেন তাঁর উদ্যোগ শুরু করেন একটি ছোট স্টার্টআপ দিয়ে, যেখানে তিনি কৃষকদের জন্য তৈরি করেন স্মার্ট অ্যাপ্লিকেশন ও পরামর্শ ভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম। তাঁর উদ্যোগে কৃষকরা পেতে শুরু করে যেমন আবহাওয়ার আগাম পূর্বাভাস, সঠিক বীজ, সার ও কীটনাশক ব্যবহারের পরামর্শ, ফসল উৎপাদনের আধুনিক কৌশল, সরাসরি বাজারে পণ্য বিক্রির সুযোগ (মধ্যসত্ত্বভোগী ছাড়াই) এই সব উদ্যোগের ফলে কৃষকের উৎপাদন বেড়েছে, কমেছে ক্ষতি, আর বাড়তি লাভ এসেছে সরাসরি কৃষকের হাতে।

রাকিব হোসেন শুধুমাত্র কৃষকদের জন্যই কাজ করেননি, তিনি তৈরি করেছেন হাজারো কর্মসংস্থানের সুযোগ। তাঁর প্রতিষ্ঠানে এখন কাজ করছে বিভিন্ন জেলা থেকে আসা বহু তরুণ-তরুণী — কেউ অ্যাগ্রো-টেকনিশিয়ান, কেউ প্রশিক্ষক, কেউ বা ফিল্ড ম্যানেজার। এছাড়াও তিনি বিভিন্ন বিভাগীয় শহরে সেলস অরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজনের মাধ্যমে স্থানীয় যুবকদের প্রশিক্ষণ দেন কৃষিপণ্য প্রক্রিয়াকরণ ও বিপণনের জন্য স্থানীয় ক্ষুদ্র উদ্যোগ গড়ে তোলার সুযোগ দেন উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির মাধ্যমে অনেক বেকার যুবককে স্বনির্ভর হতে সহায়তা করেছেন তিনি বিশ্বাস করেন, জ্ঞান ছাড়াই উন্নয়ন সম্ভব নয়। তাই তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যৌথ উদ্যোগে কৃষি ভিত্তিক কর্মশালা, প্রশিক্ষণ এবং ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু করেছেন, যেখানে শিক্ষার্থী এবং নবীন উদ্যোক্তারা সরাসরি ফিল্ড লার্নিংয়ের সুযোগ পান। রাকিব হোসেন ভবিষ্যতে কৃষিভিত্তিক প্রযুক্তি রপ্তানি, অর্গানিক কৃষি সম্প্রসারণ এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কৃষিপণ্য পৌঁছানোর লক্ষ্যে কাজ করছেন। এছাড়াও তিনি চান, প্রতিটি জেলায় যেন তরুণ উদ্যোক্তাদের জন্য একটি করে "কৃষি ইনোভেশন হাব" গড়ে ওঠে।  

পরিশেষে বলবো, রাকিব হোসেন শুধু একজন সফল তরুণ উদ্যোক্তা নন, তিনি এক আশার প্রতীক। তাঁর কাজ প্রমাণ করে দিয়েছে, সঠিক দৃষ্টিভঙ্গি ও নিষ্ঠা থাকলে কৃষি খাতও হতে পারে দেশের সবচেয়ে উদ্দীপনামূলক খাত, এবং বেকারত্বের অভিশাপ থেকেও মুক্তি পাওয়া সম্ভব l

যাঁরা এখনও দোলাচলে রয়েছেন, তাঁদের জন্য রাকিব হোসেনের জীবন একটি প্রেরণার উৎস —পরিবর্তন আনতে হলে প্রথমে নিজেকেই বদলাতে হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন