অনন্ত গ্রুপের এমডি শরীফ জহিরসহ পরিবারের অন্যান্য সদস্যের ব্যাংক হিসাব স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৪:২৭ পিএম
ছবি: সংগৃহীত
ইউসিবি ব্যাংকের নতুন চেয়ারম্যান ও অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শরীফ জহিরসহ উনার পরিবারের অন্যান্য সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল।
গত রবিবার (১ ডিসেম্বর) অনন্ত গ্রুপের চেয়ারম্যান কামরুন নাহার, গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক ও ইউসিবি ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহির, উপ-ব্যবস্থাপনা পরিচালক আসিফ জহির এবং গ্রুপটির পরিচালক সৈয়দ ইশতিয়াক আলমের ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন বা স্থানান্তর স্থগিত চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছে সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল।
শরীফ জহির প্রখ্যাত শিল্পপতি, সমাজসেবক ও ইউসিবির অন্যতম উদ্যোক্তা মরহুম হুমায়ুন জহীরের ছেলে। শরীফ জহির বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রফতানিকারক প্রতিষ্ঠানেরও (বিজিএমইএ) সদস্য।