
প্রিন্ট: ০৬ মার্চ ২০২৫, ০৮:৫০ পিএম
আলোচিত সেই মাফলার বিক্রির ঘোষণা দিলেন প্রেস সচিব

যুগেরচিন্তা২৪ ডেস্ক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫২ পিএম

আলোচিত মাফলার পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: ফেসবুক থেকে নেওয়া
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ব্যবহৃত মাফলার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা থামছেই না। বিশেষ করে ফেসবুকে এটি নিয়ে নানা মন্তব্য ও বিতর্ক চলছে।
শফিকুল আলম নিজেই বিষয়টি রসিকতার ছলে শেয়ার করেছেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) নিজের ফেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ কথা জানান তিনি।
তিনি লেখেন, বারবেরি ব্র্যান্ডের এই মাফলারটির আসল মূল্য ৮৬ হাজার ৬০০ টাকা এবং এটি নিলামে তোলা হবে। যে কেউ ‘অভয়ারণ্য-বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনে’ এই অর্থ দান করে মাফলারটি কিনতে পারবেন। পরিচয় গোপন রেখে আওয়ামী লীগের সমর্থকরাও মাফলারটি কিনতে পারবেন। মজার ছলে তিনি আরও যোগ করেন, আওয়ামী লীগের কোনো সমর্থক যদি এটি কিনতে চান, তাহলে তাকে ৮৬ হাজার ৬০০ ডলার পরিশোধ করতে হবে। মাফলারটি দুইবার ধোয়ার পর ক্রেতার কাছে হস্তান্তর করা হবে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিবের মাফলার পরা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সম্প্রতি। তার এতো দামি মাফলার পরা নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করতে থাকেন।