পৃথিবীর প্রায় সব দেশেই মশা মানুষের জন্য যন্ত্রণার নাম। কিন্তু আশ্চর্যের বিষয়, আইসল্যান্ড এখনো পুরোপুরি মশামুক্ত। আশেপাশের নরওয়ে, স্কটল্যান্ড ও গ্রিনল্যান্ডে একাধিক প্রজাতির মশা থাকলেও, আইসল্যান্ডে কোনো মশা স্থায়ীভাবে টিকে থাকতে পারেনি।
কেন মশা নেই আইসল্যান্ডে?
বিজ্ঞানীদের মতে, এর পেছনে কয়েকটি কারণ রয়েছে— ভৌগোলিক বাধা: চারদিকে সমুদ্র দিয়ে ঘেরা আইসল্যান্ডে মশাদের উড়ে আসা কঠিন। যদিও উড়োজাহাজের মাধ্যমে কিছু মশা আসতে পারে।
অপ্রতুল প্রজনন পরিবেশ: মশার জীবনচক্রে জমাট না বাঁধা তরল পানির প্রয়োজন হয়। কিন্তু আইসল্যান্ডে দীর্ঘ শীত, এবং বসন্ত-শরতে পানি বারবার জমাট বাঁধা-গলার কারণে ডিম ও লার্ভা বেঁচে থাকতে পারে না।
ভূ-তাপীয় উষ্ণপুকুর: এসব উষ্ণপুকুরে বরফ জমে না, তবে পানির উচ্চ তাপমাত্রা ও রাসায়নিক গঠন মশার বংশবিস্তার ঠেকিয়ে দেয়।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি
বিশেষজ্ঞরা সতর্ক করছেন, বৈশ্বিক উষ্ণায়নের ফলে ভবিষ্যতে আইসল্যান্ডে মশার টিকে থাকার পরিবেশ তৈরি হতে পারে। যেমন হাওয়াই একসময় মশামুক্ত ছিল, কিন্তু ১৮২৬ সালে জাহাজের মাধ্যমে সেখানে মশা পৌঁছে দ্রুত ছড়িয়ে পড়ে।
তবে ডেঙ্গু বা চিকুনগুনিয়ার মতো রোগবাহী মশাদের টিকে থাকার সম্ভাবনা আইসল্যান্ডে এখনো নেই, কারণ এর জন্য উষ্ণমণ্ডলীয় আবহাওয়া দরকার। গবেষণা বলছে, অন্তত ২০৮০ সাল পর্যন্ত উত্তর ইউরোপে ডেঙ্গু বিস্তারের পরিবেশ তৈরি হবে না।
এখন পর্যন্ত পৃথিবীর একমাত্র দেশ যেখানে একটিও মশা নেই, সেটি হলো আইসল্যান্ড। তবে জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে সেই অবস্থা বদলে যেতে পারে।



