Logo
Logo
×

রম্য

বাস্তবে ‘জাব উই মেট’

ট্রেনে উঠে প্রেমিককে না পেয়ে অন্যকে বিয়ে করলেন তরুণী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১২:৫০ পিএম

ট্রেনে উঠে প্রেমিককে না পেয়ে অন্যকে বিয়ে করলেন তরুণী

ছবি : সংগৃহীত

২০০৭ সালের জনপ্রিয় বলিউড সিনেমা ‘জাব উই মেট’-এর গল্প যেন জীবন্ত হয়ে উঠল ভারতের ইন্দোর শহরে। সিনেমার গীত চরিত্রের মতোই শ্রদ্ধা তিওয়ারি নামে এক তরুণী প্রেমিককে বিয়ে করার জন্য বাড়ি থেকে পালিয়ে যান। কিন্তু ঘটনাচক্রে অন্য এক পুরুষের স্ত্রী হিসেবে বাড়ি ফিরে এসে তৈরি করেছেন চাঞ্চল্যকর পরিস্থিতি।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গত ২৩ আগস্ট প্রেমিক স্বার্থককে বিয়ে করতে বাড়ি ছাড়েন শ্রদ্ধা। কিন্তু রেলস্টেশনে স্বার্থক উপস্থিত হননি, বরং ফোনে জানিয়ে দেন তিনি আর বিয়ে করতে চান না। মনভাঙা শ্রদ্ধা দিশেহারা হয়ে একটি ট্রেনে উঠে পড়েন এবং কয়েক ঘণ্টা পর রতলম স্টেশনে নেমে যান—যে স্টেশন ‘জাব উই মেট’ সিনেমায় বিখ্যাত হয়েছিল।

সেখানেই শ্রদ্ধার সঙ্গে পরিচয় হয় করণদীপ নামে এক তরুণের। প্রথমে করণদীপ তাঁকে বাড়ি ফিরে যাওয়ার পরামর্শ দিলেও শ্রদ্ধা জানান, বিয়ে না করেই ফিরতে পারবেন না। শেষ পর্যন্ত করণদীপই তাঁকে বিয়ের প্রস্তাব দেন, আর শ্রদ্ধা তাৎক্ষণিকভাবে রাজি হয়ে যান। এরপর দু’জনে মহেশ্বর-মন্ডলেশ্বরে গিয়ে বিয়ে সেরে মান্দসৌরে চলে যান।

অন্যদিকে, মেয়ের খোঁজে দিশেহারা হয়ে পড়েছিলেন শ্রদ্ধার বাবা অনিল তিওয়ারি। তিনি বিজ্ঞাপন দিয়ে ৫১ হাজার রুপি পুরস্কার ঘোষণা করেন, এমনকি পথচারীদের দৃষ্টি আকর্ষণের জন্য বাড়ির বাইরে মেয়ের ছবি উল্টো করে ঝুলিয়ে রাখেন। অবশেষে গত বৃহস্পতিবার মেয়ের ফোনে খবর পান যে তিনি নিরাপদে আছেন।

পরে শ্রদ্ধা ও করণদীপ থানায় গিয়ে জবানবন্দি দেন। ইন্দোর পুলিশের অতিরিক্ত ডিসিপি রাজেশ ডান্ডোটিয়া জানান, তাঁদের দুজনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শ্রদ্ধার বাবা অনিল তিওয়ারি বলেন, মেয়েকে ফিরে পেয়ে তিনি স্বস্তি পেয়েছেন। তবে আপাতত পরিবার ১০ দিনের জন্য শ্রদ্ধা ও করণদীপকে আলাদা রাখবে। এই সময় পরও যদি শ্রদ্ধা করণদীপের সঙ্গেই থাকতে চান, তাহলে পরিবার এই বিয়ে মেনে নেবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন