Logo
Logo
×

ধর্ম

সৌদি পৌঁছেছেন ৪৭৪২০ জন হজযাত্রী, মারা গেছেন ৭ জন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ মে ২০২৫, ১১:৩৮ এএম

সৌদি পৌঁছেছেন ৪৭৪২০ জন হজযাত্রী, মারা গেছেন ৭ জন

ফাইল ছবি

বাংলাদেশ থেকে চলতি বছরের হজে অংশ নিতে এখন পর্যন্ত ৪৭ হাজার ৪২০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। শুক্রবার (১৬ মে) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ১১৯টি ফ্লাইটে তারা সৌদি আরব যান।

হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়। হেল্প ডেস্ক জানিয়েছে, সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪২ হাজার ৮৩৭ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন। এ পর্যন্ত ৮৬ হাজার ৬৭৮টি ভিসা ইস্যু হয়েছে।

এ বছর হজ ফ্লাইট পরিচালনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৯টি, সৌদি এয়ারলাইন্স ৪০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২০টি ফ্লাইট পরিচালনা করেছে।

চলতি বছর হজে গিয়ে এখন পর্যন্ত সাতজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ছয়জন পুরুষ এবং একজন নারী। তারা হলেন— জামালপুরের হাফেজ উদ্দিন (৭৩), রাজবাড়ীর খলিলুর রহমান, কিশোরগঞ্জের মো. ফরিদুজ্জামান, পঞ্চগড়ের আল হামিদা বানু, ঢাকার মো. শাহজাহান কবীর, নীলফামারির ফয়েজ উদ্দীন (৭২) এবং চট্টগ্রামের অহিদুর রহমান (৭২)।

হজ কার্যক্রম শুরু হয় ২৯ এপ্রিল, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইটে ৩৯৮ জন হজযাত্রীর সৌদি যাত্রার মাধ্যমে। শেষ হজ ফ্লাইট ৩১ মে। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ হবে ১০ জুলাই।

চলতি বছর হজে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ করতে যাচ্ছেন। হজ অনুষ্ঠিত হতে পারে আগামী ৫ জুন, সৌদি আরবে চাঁদ দেখার উপর নির্ভর করে। হজ কার্যক্রমে এবার অংশ নিচ্ছে ৭০টি হজ এজেন্সি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন