Logo
Logo
×

ধর্ম

হজ পারমিট ছাড়া হজে অংশ না নেওয়ার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ মে ২০২৫, ০১:৪২ পিএম

হজ পারমিট ছাড়া হজে অংশ না নেওয়ার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

ফাইল ছবি

চলতি হজ মৌসুমে বৈধ হজ পারমিট ছাড়া কেউ হজ পালনে অংশ না নেন—এ অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সৌদি আরবের কঠোর বিধিনিষেধ, হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখা এবং বাংলাদেশ-সৌদি দ্বিপক্ষীয় সম্পর্ক অটুট রাখতে দেশে ও প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের প্রতি এ সতর্কতা জারি করা হয়েছে।

শুক্রবার (২ মে) ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি মৌসুমে ভিজিট ভিসায় কেউ যেন মক্কা ও আশপাশের পবিত্র স্থানে না যান, সে বিষয়ে নির্দেশনা জারি করা হয়েছে। একই সঙ্গে ভিজিট ভিসাধারীদের হজে সহায়তা করা, আবাসনের ব্যবস্থা করা কিংবা হজ এলাকায় প্রবেশে সাহায্য করতেও নিষেধ করা হয়েছে।

সৌদি সরকার এবার হজের পবিত্রতা রক্ষায় কড়া অবস্থান নিয়েছে। নতুন বিধিমালায় বলা হয়েছে, শুধু হজ পারমিট, বৈধ ইকামা এবং সরকারি অনুমতিপত্রধারীরাই মক্কায় প্রবেশের সুযোগ পাবেন। অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করলে ২০ হাজার সৌদি রিয়াল জরিমানা এবং সহায়তা করলেও এক লাখ রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। এমনকি যানবাহন জব্দ ও বিদেশি নাগরিকদের বহিষ্কারের কথাও জানানো হয়েছে।

এই নিয়ম কার্যকর থাকবে ১ জিলকদ (২৯ এপ্রিল) থেকে ১৪ জিলহজ (১০ জুন) পর্যন্ত। এ সময়ের মধ্যে ভিজিট ভিসায় থাকা ব্যক্তি মক্কা বা পবিত্র স্থানগুলোতে গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, “হজের শৃঙ্খলা ও সৌদি সরকারের নিয়ম মেনে চলা জরুরি। ৩৫ লাখ বাংলাদেশি সৌদিতে কর্মরত এবং দেশটির সঙ্গে বাংলাদেশের রেমিট্যান্সসহ গুরুত্বপূর্ণ স্বার্থ জড়িত।”

ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক বলেন, “হজ একটি আন্তর্জাতিক টিমওয়ার্ক। সৌদি সরকারের আইনকানুন, পরিকল্পনা এবং অংশীজনদের সমন্বয় ছাড়া সুশৃঙ্খল হজ পরিচালনা সম্ভব নয়। আমরা সৌদি সরকারের সব উদ্যোগকে স্বাগত জানাই।”

তিনি আশা প্রকাশ করেন, সব বাংলাদেশি সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে হজের মর্যাদা রক্ষায় ভূমিকা রাখবেন এবং ২০২৫ সালে বাংলাদেশ একটি সফল হজ আয়োজন করতে পারবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন