Logo
Logo
×

ধর্ম

২০২৫ সালের হজ ফ্লাইট শুরু ২৯ এপ্রিল থেকে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ০৩:৪৮ পিএম

২০২৫ সালের হজ ফ্লাইট শুরু ২৯ এপ্রিল থেকে

ছবি : সংগৃহীত

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, অল্প কিছুদিনের মধ্যেই হজের ভিসা প্রক্রিয়াকরণ শেষ হবে। আগামী ২৯ এপ্রিল থেকে হজযাত্রীরা নির্ধারিত ফ্লাইট সূচি অনুযায়ী সৌদি আরব যাত্রা করবেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত ৫ হাজার ২০০ জন হজযাত্রীর জন্য মিনায় ও আরাফায় তাঁবু বরাদ্দ, ক্যাটারিং সার্ভিস, বাড়ি/হোটেল ভাড়া ও পরিবহন কোম্পানির সঙ্গে সব ধরনের আনুষ্ঠানিকতা ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। এখন ভিসার প্রক্রিয়া চলমান রয়েছে এবং তা দ্রুতই সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া, এ বছর বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজযাত্রী নিবন্ধন করেছেন। সৌদি সরকারের নির্ধারিত ন্যূনতম হজযাত্রী সংখ্যার শর্ত অনুযায়ী ৭৫৩টি এজেন্সির অধীনে এসব যাত্রীরা ৭০টি লিড এজেন্সির মাধ্যমে হজ পালন করবেন।

ধর্ম উপদেষ্টা আরও জানান, ধর্ম মন্ত্রণালয়ের কঠোর মনিটরিং ও তত্ত্বাবধানের কারণে সৌদি সরকারের নির্ধারিত সময়সীমা অনুযায়ী মিনায় তাঁবু বরাদ্দ ও ক্যাটারিং কোম্পানির সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। সৌদি সরকার বাড়ি ভাড়া ও পরিবহন কোম্পানির সঙ্গে চুক্তির সময়সীমা ২৫ মার্চ ২০২৫ পর্যন্ত বাড়িয়েছে এবং এ বিষয়ে সতর্কবার্তাও দিয়েছে।

রাই

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন