Logo
Logo
×

ধর্ম

শাওয়ালের ৬ রোজার ফজিলত ও পালন পদ্ধতি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১১:৪২ এএম

শাওয়ালের ৬ রোজার ফজিলত ও পালন পদ্ধতি

ছবি : সংগৃহীত

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "যে ব্যক্তি রমজান মাসের সব ফরজ রোজা রেখেছে এবং শাওয়াল মাসে আরও ছয়টি রোজা রেখেছে, সে যেন পুরো বছর রোজা রাখল।" (সহিহ মুসলিম, হাদিস: ১১৬৪)। শাওয়ালের এই ৬ রোজা ঈদের পরের দিন থেকেই পালন করা যায়।

পালনের নিয়ম:

১. কেউ চাইলে টানা ৬ দিন এই রোজা রাখতে পারবেন।

২. ব্যস্ততার কারণে একদিন রেখে একদিন বিরতি দিয়ে পালন করা যাবে। এভাবে দুই সপ্তাহে ৬টি রোজা সম্পন্ন করা সম্ভব।

৩. প্রতি সপ্তাহের সোম ও বৃহস্পতিবার নফল রোজার সঙ্গে শাওয়ালের রোজার নিয়ত করতে পারেন। এতে সহজে রোজাগুলো পালন করা যাবে।

৪. যারা আইয়ামে বিজের (আরবি মাসের ১৩, ১৪, ১৫ তারিখ) নফল রোজা রাখেন, তারা এই রোজার সঙ্গে শাওয়ালের রোজার নিয়ত মিলিয়ে রাখতে পারবেন।

এই ৬ রোজা শরীর ও আত্মার জন্য কল্যাণকর এবং সওয়াবের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই রোজাগুলো পালন করতে পারলে পুরো বছরের নেকি অর্জনের সুযোগ পাওয়া যায়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন