Logo
Logo
×

ধর্ম

পবিত্র শবে মেরাজ আজ

Icon

যুগেরচিন্তা২৪ ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১১:২৯ এএম

পবিত্র শবে মেরাজ আজ

ছবি : সংগৃহীত

আজ পবিত্র শবে মেরাজ। এ রাতটি মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত। মহান আল্লাহর নৈকট্য লাভ, রহমত এবং ক্ষমা প্রার্থনার জন্য ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদ, ঘর কিংবা ইসলামিক প্রতিষ্ঠানে বিশেষ ইবাদত-বন্দেগিতে মগ্ন থাকেন।

ইসলামে শবে মেরাজের গুরুত্ব অপরিসীম। কারণ, এ রাতেই প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন এবং মানবজাতির জন্য নামাজ ফরজ করার বিধান নিয়ে আসেন। এ রাত থেকেই প্রতিদিন পাঁচবার নামাজ আদায়ের নির্দেশ কার্যকর হয়।

ধর্মপ্রাণ মুসলমানরা বিশ্বাস করেন, এই রাতে মহান আল্লাহর বিশেষ রহমত ও বরকত লাভের সুযোগ মেলে। এ উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদ ও ইসলামিক প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও ইবাদতের আয়োজন করা হয়।

জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, গত বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা যায়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের তথ্য পর্যালোচনা করে নিশ্চিত করা হয় যে, বৃহস্পতিবার (২ জানুয়ারি) থেকে ১৪৪৬ হিজরি সনের রজব মাস গণনা শুরু হয়েছে। সেই অনুযায়ী, আজ (২৭ জানুয়ারি) দিনগত রাতে পবিত্র শবে মেরাজ পালিত হচ্ছে।

এ মহিমান্বিত রাতে আল্লাহর নৈকট্য লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা গভীর ভক্তি ও নিষ্ঠায় ইবাদত-বন্দেগি পালন করবেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন