Logo
Logo
×

ধর্ম

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবে পালিত হচ্ছে খ্রিষ্টানদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪ পিএম

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবে পালিত হচ্ছে খ্রিষ্টানদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন

খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ আজ। খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্টের জন্মদিন উপলক্ষে প্রতিবছর ২৫ ডিসেম্বর দিনটি বিশ্বজুড়ে উদযাপিত হয়ে আসছে। বিশ্বাস অনুযায়ী, বেথলেহেমে এই দিনে যিশুর জন্ম হয়েছিল, আর সেই স্মৃতিতেই খ্রিষ্টানরা দিনটি শ্রদ্ধা, প্রার্থনা ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে পালন করেন।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও খ্রিষ্টান ধর্মানুসারীরা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, আচার-অনুষ্ঠান ও আনন্দ আয়োজনের মাধ্যমে বড়দিন উদযাপন করছেন। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশের গির্জাগুলো নতুন সাজে সজ্জিত করা হয়েছে। গত সন্ধ্যা থেকেই বিভিন্ন গির্জা ও তারকা হোটেলে আলোকসজ্জা চোখে পড়ছে, যা উৎসবের আবহ আরও রঙিন করে তুলেছে।

বড়দিন উপলক্ষে আজ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। দিনটিকে ঘিরে খ্রিষ্টান পরিবারগুলোতে রয়েছে বিশেষ খাবারের আয়োজন। অনেক বাড়িতে তৈরি করা হচ্ছে কেক, রান্না হচ্ছে উৎসবমুখর নানা পদ। দেশের বিভিন্ন অঞ্চলে বড়দিন উপলক্ষে ধর্মীয় গান ও কীর্তনের আয়োজনও করা হয়েছে।

এই দিনে অনেক খ্রিষ্টান পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সময় কাটাতে বেরিয়ে পড়েন। পরিবার ও প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে রাজধানী ছাড়িয়ে গ্রামের বাড়িতে গেছেন অনেকে।

এদিকে রাজধানীর তারকা হোটেলগুলোতেও বড়দিন উপলক্ষে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। আলোকসজ্জার পাশাপাশি হোটেলের ভেতরে স্থাপন করা হয়েছে ক্রিসমাস ট্রি ও শান্তা ক্লজের প্রতিকৃতি। বড়দিনের প্রাক্কালে গত রাতে বিভিন্ন গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। আজ সকাল থেকেই শুরু হয়েছে বড়দিনের মূল প্রার্থনা ও ধর্মীয় আনুষ্ঠানিকতা।

খ্রিষ্টান সম্প্রদায়ের বিশ্বাস, মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে এবং সৃষ্টিকর্তার মহিমা প্রচারের উদ্দেশ্যেই যিশুখ্রিষ্টের পৃথিবীতে আগমন হয়েছিল। এই বিশ্বাসকে ধারণ করেই শান্তি, ভ্রাতৃত্ব ও ভালোবাসার বার্তা নিয়ে পালিত হচ্ছে শুভ বড়দিন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন