Logo
Logo
×

ধর্ম

মৃত্যুর পর ৪০ দিন পর্যন্ত রুহ বাড়িতে ঘোরাঘুরি করে?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:০৭ পিএম

মৃত্যুর পর ৪০ দিন পর্যন্ত রুহ বাড়িতে ঘোরাঘুরি করে?

মৃত্যু জীবনের ঘনিষ্ঠ সঙ্গী। জন্ম নিলে একদিন মারা যেতে হবে। মায়াঘেরা দুনিয়ার রূপ-রঙ ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমাতে হবে- যেখানে কেউ কারও বন্ধু হবে না, হবে না শত্রুও। নিজের দায়িত্ব নিজেই নিতে হবে।

এ প্রসঙ্গে রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করেন, ‘প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমরা নিজ নিজ কাজের প্রতিফল সম্পূর্ণভাবেই কিয়ামতের দিন পাবে।’ (সুরা আলে ইমরান : ১৮৫, সুরা আনকাবুত : ৫৭)

সুরা নাহলে আল্লাহ তায়ালা বলেন, ‘অতঃপর নির্ধারিত সময়ে যখন তাদের মৃত্যু এসে যাবে, তখন এক মুহূর্তও বিলম্বিত কিংবা ত্বরান্বিত করতে পারবে না।’ (আয়াত ৬১)

সুরা আবাসাতে রাব্বুল আলামিন বলেন, ‘সেদিন মানুষ নিজের ভাই, নিজের মা, নিজের পিতা, নিজের স্ত্রী ও সন্তানাদি থেকে পালাবে। তাদের মধ্যে প্রত্যেক ব্যক্তির ওপর সেদিন এমন সময় এসে পড়বে, সে নিজেকে ছাড়া আর কারও প্রতি লক্ষ্য করার মতো অবস্থা থাকবে না।’ ( আয়াত ৩৪-৩৭)

হজরত আয়েশা (রা.) বলেন, আমি মহানবীকে (সা.) বলতে শুনেছি, কেয়ামতের দিন মানুষ উলঙ্গ হয়ে খতনাহীন অবস্থায় কবর থেকে হাশরের ময়দানে এসে দাঁড়াবে। এ কথা শুনে আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসুল! নারী-পুরুষ সবাই কি উলঙ্গ থাকবে? এমন হলে তো খুবই লজ্জার ব্যাপার। উত্তরে হুজুর (সা.) বললেন, ‘হে আয়েশা, সে দিনের পরিস্থিতি এত ভয়ঙ্কর হবে, কেউ কারও দিকে তাকানোর কথা কল্পনাও করতে পারবে না।’ (মুসলিম : ৬৯৩৪)

‘মৃত্যু নিশ্চিত’ এ কথা সব ধর্মের মানুষই বিশ্বাস করেন। তবে অনেকে মনে করেন, ‘মানুষ মৃত্যুর পর ৪০ দিন পর্যন্ত তার রুহ বাড়িতে ঘোরাঘুরি করে। আর ৪০ দিন পর প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় রুহ বাড়িতে আসে এবং শুক্রবার জুমার পর চলে যায়। এ সময় রুহটি সবার কাছে দোয়া চায়। দোয়া না পেলে নিজেই বদদোয়া করে চলে যায়।’ তাই প্রশ্ন জাগে, এই কথাগুলো কি আসলেই সঠিক? ইসলামী শরিয়তে এর কোনো ভিত্তি আছে?

এ প্রসঙ্গে রাজধানীর জামিয়া ইকরার ফাজিল মুফতি ইয়াহইয়া শহিদ কালবেলাকে বলেন, মানুষ মৃত্যুর পর ৪০ দিন পর্যন্ত তার রুহ বাড়িতে ঘোরাঘুরি করে- এজাতীয় কথাগুলো সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। তার দাবি, এরকম আরও অনেক কুসংস্কারাচ্ছন কথা বলে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করা হয়।

তিনি বলেন, ইসলামে এরকম কোনো বিশ্বাস নেই যে, মৃত্যুর পর মরা মানুষের রুহ আবার আসে।

ইয়াহইয়া শহিদ আরও বলেন, মৃত্যুর পর মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। সে জান্নাতি হলে সেই নেয়ামত ভোগ করে। আর জাহান্নামি হলে শাস্তি ভোগ করে। এ অবস্থায় তার রুহ দুনিয়াতে এসে আপনাদের কাছে সালাম চাইবে, দোয়া চাইবে- এমন কোনো সুযোগ নেই। কারণ, মৃতদের ফেরত আসার কোনো সুযোগ নেই। তাই এসব কুসংস্কারাচ্ছন কথাবার্তা বিশ্বাস করা যাবে না।

যারা এমনটা বিশ্বাস করবে, তাদের ইমান ক্ষতিগ্রস্ত হবে বলেও জানান তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন