Logo
Logo
×

ধর্ম

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশের হাফেজ আনাস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১২:১৫ পিএম

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশের হাফেজ আনাস

তৃতীয়বারের মতো আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বের সেরা হয়েছেন বাংলাদেশের গর্ব হাফেজ আনাস বিন আতিক। মিসরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান অর্জন করেন।

বুধবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায় প্রতিযোগিতার ফল ঘোষণা করা হয়। হাফেজ আনাসের ওস্তাদ শায়খ নেছার আহমদ আন নাছিরী জানান, গত শনিবার কায়রোতে চার দিনব্যাপী এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। বিশ্বের ৭০টি দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে শীর্ষস্থান অর্জন করেন আনাস।

ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত জাতীয় বাছাইপর্বে প্রথম হয়ে তিনি এই বৈশ্বিক প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেন। রাজধানীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার এই ছাত্রের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামে।

এর আগে সৌদি আরব ও লিবিয়ায় আয়োজিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতাতেও চ্যাম্পিয়ন হন হাফেজ আনাস বিন আতিক। বিশ্বের মঞ্চে বাংলাদেশের সুনাম আরেকবার উজ্জ্বল করলেন তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন