Logo
Logo
×

ধর্ম

মারা গেলেন তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ০৩:৫২ পিএম

মারা গেলেন তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী

ছবি : সংগৃহীত

না ফেরার দেশে পাড়ি জমালেন তিনবারের বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর মুগদা হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ত্বকীর শিক্ষক ও মারকাযুত তাহফিজের প্রতিষ্ঠাতা শায়খ নেছার আহমদ আন-নাছিরী।

পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি ত্বকী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। চিকিৎসাধীন অবস্থায় তাকে আইসিইউতে নেওয়া হয়, সেখানেই মারা যান তিনি।

হাফিজ ত্বকীর বাড়ি কুমিল্লা মুরাদনগরের ডালপা গ্রামে। বিশ্বের একাধিক দেশে কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন তিনি। ২০১৭ সালে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৬২টি দেশকে পেছনে ফেলে প্রথম হন ত্বকী। পরবর্তী সময়ে কুয়েত ও বাহরাইনেও কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের মুখ উজ্জ্বল করেন মেধাবী এই হাফিজ। তার মৃত্যুতে দেশের ইলমি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন