Logo
Logo
×

ধর্ম

অমুসলিমরা কি মসজিদে প্রবেশ করতে পারবেন? যা বলছে ইসলাম

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ০৫:৪৯ পিএম

অমুসলিমরা কি মসজিদে প্রবেশ করতে পারবেন? যা বলছে ইসলাম

ছবি : সংগৃহীত

মসজিদ আল্লাহর ঘর। আল্লাহ তায়ালার কাছে দুনিয়ার সবচেয়ে প্রিয় স্থান। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার।’(মুসলিম : ১৪১৪)

মসজিদে প্রবেশ করতে হলে পবিত্রতা ও পরিচ্ছন্নতার সঙ্গে প্রবেশ করা সুন্নত। এ ক্ষেত্রে অনেকেই প্রশ্ন করেন, ‘অমুসলিমরা কি মসজিদে প্রবেশ করতে পারবেন না?’

এ প্রসঙ্গে জনপ্রিয় ইসলামি গবেষণা পত্রিকা মাসিক আল কাউসারে বলা হয়েছে, ‘মসজিদের আদব ও সম্মান রক্ষা করে অমুসলিমরাও মসজিদে প্রবেশ করতে পারবে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের মসজিদে অবস্থান করতে দিয়েছেন, এ মর্মে হাদিসে একাধিক ঘটনা বর্ণিত হয়েছে।’

‘হাঁ, এক্ষেত্রে তাদের অবশ্যই শালীন পোশাক পরিহিত হতে হবে এবং মসজিদের পবিত্রতা বিনষ্টকারী সকল কাজ থেকে বিরত থাকতে হবে। তবে স্মরণ রাখতে হবে, মসজিদ হচ্ছে মুসলমানদের ইবাদাতের স্থান এবং ইমানের প্রতীক, কোনো পর্যটনস্থল বা বিনোদনকেন্দ্র নয়। মসজিদকে পর্যটনকেন্দ্র বানিয়ে ফেলা মসজিদের উদ্দেশ্য ও মর্যাদা পরিপন্থি কাজ।’

-সহিহ বোখারি : ৪৬৯, সহিহ ইবনে খুযাইমা : ১৩২৮, আহকামুল কোরআন : জাস্সাস ৩/৮৮, উমদাতুল কারী : ৪/২৩৭, বাদায়েউস সানায়ে : ৪/৩০৬, আলমুহীতুল বুরহানী : ৮/৬৭, আলবাহরুর রায়েক : ৫/২৫১

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন