Logo
Logo
×

ধর্ম

পাহাড়ে সবাই একসঙ্গে সম্প্রীতির বন্ধনে থাকবো : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

Icon

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ০৬:০২ পিএম

পাহাড়ে সবাই একসঙ্গে সম্প্রীতির বন্ধনে থাকবো : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

ছবি-যুগের চিন্তা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, পার্বত্য এলাকায় আমরা সবাইকে মিলে মিশে একসঙ্গে সম্প্রীতির বন্ধনে থাকতে হবে। আমরা সকলকে এই ম্যাসেসটা দিতে চাচ্ছি-আমরা সম্প্রীতির বন্ধনে থাকতে চাই। এবং এই সম্প্রীতিটাই মূল ভিত্তি হউক । এটা হলে আমরা পাহাড়ে সবাই একসাথে থাকতে পারবো।

তিনি শুক্র্রবার রাতে রাঙ্গামাটি শহরের রাঙ্গাপানি মিলন বিহারে ৫১তম কঠিন চীবর দানোৎসবের চীবর বুনন উদ্বোধন শেষে সাংবাদিকদের দেয়া বক্তব্যে এসব কথা বলেন ।পাহাড়ের পরিস্থিতি সর্ম্পকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন-পাহাড়ের পরিস্থিতি, আপনারা এখানে আছেন। আপনারাই ভালো জানেন। এই বছর (কঠিন চীবর দান) জাতীয় ভাবে শুরু হয়েছে। আমরা সবাই মিলে মনে করি যে এটা হওয়া দরকার।

কাউকে ধর্মীয়ভাবে, সামাজিকভাবে এবং অন্য কোনভাবে হেয় করা ঠিক না। এর পরেও বলি এখানে সবার অংশগ্রহণ ও সম্প্রীতি থাকা দরকার । এটা হচ্ছে আসল। সম্প্রীতির বাইরে কোন কিছু নাই।

এরআগে উপদেষ্টা চীবর বুনন উদ্বোধন করেন এবং পঞ্চশীল প্রার্থনায় অংশ নেন। পরে চীবর বুনন বেইন ঘর পরিদর্শন করেন। শেষে চুলামনি মন্দিরের পূজার উদ্দ্যেশে ফানুস উড়ান। এসময় রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদারসহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।

গোলসাছড়ি বন বিহারে কঠিন চীবর দান

অন্যদিকে,  জেলার দর্গম নানিয়াচর উপজলোর গোলসাছড়ি জনবল বন বিহারে ৫ম বাররে মত শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে বুর্দ্ধমূতি দান, সংঘ দান, অষ্ট পরিষ্কার দান, কল্পতরু দান ও নানাবিধ দান সহ মহতী পূণ্যানুষ্ঠান সম্পাদন করা হয়েছে।


শনিবার অনুষ্ঠিত এই শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠানে প্রধান দায়ক হিসাবে ছিলনে বাংলাদশে জাতীয়তাবাদী দল-বিএনপি র কেন্দ্রীয় র্নিবাহী কমটির সহর্ ধম বষয়িক সম্পাদক,সাবকে জেলা যুগ্ন জজ, রাঙ্গামাটি জেলা বিএনিপির সাবেক সফল সভাপতি দীপনে দেওয়ান। গোলসাছড়ি জনবল বনবিহাররে আবাসিক অধ্যক্ষ শ্রীমৎ শ্রদ্ধালংকার স্থবিব ভান্তের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সুভাষ চন্দ্র চাকমা,রাঙ্গামাটি সদর উপজলো বিএনপির সাধারণ সম্পাদক বাবু রনলে দেওয়ান, নানিয়ারচর উপজলোর সাবকে ভাইস চেয়ারম্যান রনো বকাশি চাকমা, জেলা স্বেচ্ছোসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাহুল চাকমা,ছাত্রদল নেতা সাদন বকাশি চাকমা প্রমুখ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন