Logo
Logo
×

ধর্ম

আজ দেবীর বিদায়, প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে দুর্গোৎসব

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১১:০৩ এএম

আজ দেবীর বিদায়, প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে দুর্গোৎসব

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার সমাপ্তি ঘটবে আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীতে। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এই শারদীয় উৎসব।

সকালে দেশের সব মণ্ডপে অনুষ্ঠিত হবে বিহিত পূজা। এরপর হবে দর্পণ বিসর্জন এবং প্রতিমা বিসর্জন। স্থানীয় আয়োজন ও সুবিধামতো সময়ে মণ্ডপ থেকে শোভাযাত্রা বের হয়ে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানানো হবে।

হিন্দুশাস্ত্র মতে, এদিন দেবী দুর্গা মর্ত্যলোক ছেড়ে কৈলাসে ফিরে যান দোলায় চড়ে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মানুষের মনের অসুরিক প্রবৃত্তি—কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেওয়াই বিজয়া দশমীর মূল তাৎপর্য। এসব নেতিবাচক প্রবৃত্তি বিসর্জন দিয়ে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠাই এ দিনের মূল বার্তা।

দেবীর বিদায়ের আগে মণ্ডপে মণ্ডপে অনুষ্ঠিত হবে **সিঁদুর খেলা**। নারীরা দেবীর চরণ থেকে সিঁদুর নিয়ে নিজেদের সিঁথিতে রাঙিয়ে তুলবেন স্বামীর মঙ্গল কামনায়। এরপর পান ও মিষ্টি নিবেদন করে দেবীকে বিদায় জানাবেন তাঁরা। সিঁদুর খেলা শেষে হবে দেবীর প্রতি শেষ আরাধনা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন