দেবীপক্ষের সূচনা, মহাষষ্ঠীতে আমন্ত্রণ ও অধিবাস আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৯ এএম
মহাপঞ্চমী তিথিতে শনিবার বিকেলে সারা দেশের মণ্ডপে অনুষ্ঠিত হয়েছে দেবীর বোধন—ঘুম ভাঙানোর বন্দনা পূজা। আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে মহাষষ্ঠী তিথিতে বিহিতপূজার পর দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়েই শুরু হবে মূল দুর্গোৎসব।
ঢাকেশ্বরী মন্দিরের উপদেষ্টা পুরোহিত প্রণব চক্রবর্তী বলেন, রবিবার সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে বেলগাছতলায় ষোড়শ উপচারে দেবীর আবাহন করা হবে। বিকেল ৫টায় আমন্ত্রণ ও অধিবাসে দেবীকে মূল মণ্ডপে আসীন করা হবে। দেবীর কাঠামোতে হবে প্রাণ প্রতিষ্ঠা।
ত্রেতা যুগে ভগবান বিষ্ণুর অবতার রাম শরৎকালে দেবীকে আহ্বান করেছিলেন বলে এ পূজাকে শারদীয় দুর্গাপূজা বলা হয়। মর্ত্যলোকে দেবীর আগমনের সূচনাকে বলা হয় অকাল বোধন। হিন্দু বিশ্বাসে, দশভূজা দেবী দুর্গা অসুর বধ করে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কৈলাস ছেড়ে কন্যারূপে মর্ত্যে আসেন। সন্তানদের নিয়ে পক্ষকাল পিতার গৃহে কাটিয়ে আবার ফিরে যান দেবালয়ে। আশ্বিন শুক্লপক্ষের এ ১৫ দিন দেবীপক্ষ, যা মর্ত্যলোকে উৎসবমুখর হয়ে ওঠে।
শাস্ত্র মতে, এবার দেবী দুর্গা আসছেন হাতিতে চড়ে—যার অর্থ শস্যপূর্ণ বসুন্ধরা। তবে দেবীর কৈলাসে প্রত্যাবর্তন হবে দোলায় চড়ে, যার অর্থ পৃথিবীজুড়ে মহামারির শঙ্কা।
আগামীকাল সোমবার মহাসপ্তমী, মঙ্গলবার মহাঅষ্টমী, বুধবার মহানবমী এবং বৃহস্পতিবার বিজয়া দশমী। সেদিন বেলা ৩টায় ঢাকাসহ সারা দেশে বিজয়ার শোভাযাত্রা শুরু হবে। পরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।
ঢাকা মহানগরে এবার ২৫৯টি পূজা অনুষ্ঠিত হচ্ছে, যা গত বছরের তুলনায় ৭টি বেশি। সারা দেশে পূজার সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৩৫৫, যেখানে গত বছর ছিল ৩১ হাজার ৪৬১।



