Logo
Logo
×

ধর্ম

দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটি ও নিরাপত্তা জোরদারের দাবি হিন্দু মহাজোটের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩২ পিএম

দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটি ও নিরাপত্তা জোরদারের দাবি হিন্দু মহাজোটের

ছবি : সংগৃহীত

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে অষ্টমী, নবমী ও দশমী—এই তিন দিন সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। একইসঙ্গে পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, প্রতিমা ভাঙচুর রোধ এবং প্রতিটি মন্দিরে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘দুর্গাপূজায় নিরাপত্তা ও হিন্দু সম্প্রদায়ের ভাবনা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব দাবি তুলে ধরা হয়।

মহাজোটের মুখপাত্র পলাশ কান্তি দে লিখিত বক্তব্যে বলেন, “দুর্গাপূজা পাঁচ দিনব্যাপী হলেও বর্তমানে মাত্র দুদিন সরকারি ছুটি থাকে, যা ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তিনি তিন দিনের ছুটি ঘোষণার দাবি জানান।

তিনি আরও বলেন, “পূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক হামলার ঝুঁকি রয়েছে। ইতোমধ্যে চারটি জেলায় প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। নির্বাচনের সময় ঘনিয়ে আসায় হিন্দু সম্প্রদায়ের স্থাপনা আরও বেশি ঝুঁকির মুখে পড়তে পারে।”

হিন্দু মহাজোটের প্রধান দাবিগুলো:

অষ্টমী, নবমী ও দশমীতে তিন দিনের সরকারি ছুটি ঘোষণা

প্রতিটি মন্দিরে সরকারি খরচে সিসিটিভি ক্যামেরা স্থাপন

পূজার ১০ দিন আগে থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

দেশজুড়ে সেনাবাহিনীর টহল নিশ্চিত

পূজার নিরাপত্তা তদারকির জন্য কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন

আলোচনায় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী, গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধরসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি। তারা হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতা ও বিচারহীনতার সংস্কৃতির তীব্র নিন্দা জানান।

এই আলোচনা দুর্গাপূজাকে ঘিরে নিরাপত্তা ও ধর্মীয় অধিকার রক্ষায় রাষ্ট্রীয় পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন