Logo
Logo
×

ধর্ম

২০২৬ সালের হজের প্রাথমিক নিবন্ধন শেষ ১২ অক্টোবর: ধর্ম মন্ত্রণালয়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০১:১১ পিএম

২০২৬ সালের হজের প্রাথমিক নিবন্ধন শেষ ১২ অক্টোবর: ধর্ম মন্ত্রণালয়

ছবি : সংগৃহীত

সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী ২০২৬ সালের হজযাত্রার প্রাথমিক নিবন্ধন আগামী ১২ অক্টোবরের মধ্যে সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়সীমার পর নিবন্ধনের সুযোগ আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

বুধবার (১০ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চলতি বছরের ২৭ জুলাই থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, যেখানে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিরা প্রাথমিকভাবে চার লাখ টাকা জমা দিয়ে নিবন্ধন করতে পারবেন। পরে হজ প্যাকেজ ঘোষণার পর অবশিষ্ট টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

সচিবালয়ে অনুষ্ঠিত এক সভায় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সভাপতিত্ব করেন। সভায় জানানো হয়, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় আগামী মৌসুমে বাড়িভাড়া চুক্তির আগে হজ ফ্লাইট সিডিউল চূড়ান্ত, কোরবানির টাকা নুসুক মাসার প্ল্যাটফর্মে প্রদান, এবং মেডিকেল ফিটনেস সনদ ছাড়া হজে গমন না করার নির্দেশনা দিয়েছে।

সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুকরা ই-হজ সিস্টেম, লাব্বাইক মোবাইল অ্যাপ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা অফিস, বায়তুল মোকাররম এবং আশকোনা হজ অফিস থেকে নিবন্ধন করতে পারবেন। বেসরকারি ব্যবস্থায় হজ করতে চাইলে অনুমোদিত হজ এজেন্সির মাধ্যমে নিবন্ধন করতে হবে।

সৌদি পর্বের ব্যয় ও বিমান ভাড়া নির্ধারণের পর দ্রুত সময়ের মধ্যে ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা করবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন