ছবি-সংগৃহীত
পবিত্র ঈদ এ মিলাদুন্নবীকে (সঃ) স্বাগতম জানিয়ে রাঙ্গামাটিতে জশনে জুলুছ বের করা হয়েছে। হাজারো মানুষের উল্লাসে পর্যটন নগরী রাঙ্গামাটিতে সর্ববৃহৎ ও ঐতিহাসিক জশনে জুলুছ পবিত্র ঈদ-এ- মিলাদুন্নবী উদযাপিত হয়েছে। শুক্রবার বাদে জুমা বির্জাভ বাজার জামে মসজিদ প্রঙ্গন থেকে বিশাল এই মিছিল বের করা হয়েছে।
৩ কিমি লম্বা এই মিছিল এর নেতৃত্বে দেন গউছিয়া কমিটি, আলেসুন্নত ওয়াল জমায়েত ও রাঙ্গামাটির প্রধান প্রধান মসজিদের খতিবগণ। মিছিলে পবিত্র কলেমা খচিত পতকা ব্যানার ভরে গিয়েছিল। মিছিলটি শহরের বির্জাভ বাজার থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক হয়ে বনরূপা জামে মসজিদ প্রঙ্গনে গিয়ে শেষ হয়েছে।
সেখানে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুফতি আব্দুল ওয়াজেদ, বনরূপা মসজিদের খতিব মাওলানা ইকবাল হোসাইন আল কাদেরী, কাঠালতলি জামে মসজিদের খতিব হাফেজ ক্বারী মাওলানা সেকান্দর হোসাইন আল ক্বাদেরী, বনরূপা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা সুলতান মাহমুদ, রিজার্ভবাজার জামে মসজিদের খতিব মাওলানা ছৈয়দ আবু নওশদ নঙ্গমী সেখানে হাজারো মুসল্লিদের নিয়ে মুসিলিম মিল্লাত ও দেশের কল্যানের জন্য দোয়া করা হয়েছে।
পরে মেহমানদের জন্য সেখানে তাবরুক বিতরণ করা হয়েছে ।



