Logo
Logo
×

ধর্ম

ওমরাহ পালনকারীদের জন্য নতুন সেবা চালু সৌদির

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ০৮:০৪ পিএম

ওমরাহ পালনকারীদের জন্য নতুন সেবা চালু সৌদির

ওমরাহ পালনকারীদের জন্য নতুন সেবা চালু করেছে সৌদি আরব। বিশেষ অনলাইন প্ল্যাটফর্ম ‘নুসুক ওমরাহ’মাধ্যমে এই সুবিধা পাবেন ওমরাহ পালনকারীরা।

বুধবার (২০ আগস্ট) বিশেষ অনলাইন প্ল্যাটফর্ম ‘নুসুক ওমরাহ’ উদ্বোধন করে হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, এই উদ্যোগ সৌদি ভিশন ২০৩০-এর অংশ। এর লক্ষ্য হলো আরও বেশি সংখ্যক মুসলিমকে স্বাগত জানানো এবং উচ্চমানের, আধুনিক ও সহজলভ্য সেবা প্রদান করে হজ-ওমরাহ যাত্রাকে আরও উন্নত করা।

এই প্ল্যাটফর্মের মাধ্যমে কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি ওমরাহ ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং ভিসা, আবাসন, পরিবহন ও ট্যুরসহ ভ্রমণ-সংশ্লিষ্ট সকল সেবা অনলাইনে বুক করতে পারবেন সৌদি আরবের বাইরে থাকা মুসলিমরা।

দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা এসপিএর বরাতে আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, https://umrah.nusuk.sa/ ওয়েবসাইটের মাধ্যমে সেবাটি পাওয়া যাবে। এর লক্ষ্য হলো ওমরাহ সেবার মান উন্নত করা, যাত্রীদের অভিজ্ঞতা সমৃদ্ধ করা এবং সহজ ও স্বচ্ছ প্রক্রিয়ায় সুবিধা নিশ্চিত করা।

নুসুক উমরাহ’ আন্তর্জাতিক ওমরাহযাত্রীদের জন্য বিদ্যমান অনুমোদিত এজেন্টদের পাশাপাশি একটি নতুন বিকল্প হিসেবে কাজ করবে। যাত্রীরা চাইলে সম্পূর্ণ প্যাকেজ বুক করতে পারবেন কিংবা আলাদা আলাদাভাবে ভিসা, হোটেল, যাতায়াত কিংবা ট্যুর বুক করার সুযোগ পাবেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন