ছবি : সংগৃহীত
শুধু পরিশ্রম ও দক্ষতা নয়, বরং আত্মিক পরিশুদ্ধি ও রুহানিয়াতের মাধ্যমে রিজিককে বরকতময় ও প্রসারিত করা সম্ভব বলে মত দিয়েছেন ধর্মবিশেষজ্ঞরা। কোরআন ও হাদিসের আলোকে রিজিক বৃদ্ধির চারটি গুরুত্বপূর্ণ আত্মিক গুণের আলোচনা উঠে এসেছে এক সাম্প্রতিক নিবন্ধে।
আল্লাহভীতি (তাকওয়া): পাপ থেকে বাঁচা, অন্তরকে বিশুদ্ধ রাখা এবং আল্লাহর ভয় ও ভালোবাসা অন্তরে ধারণ করাই প্রকৃত তাকওয়া। সূরা আত-তালাকের আয়াতে বলা হয়েছে, যিনি আল্লাহকে ভয় করেন, আল্লাহ তার জন্য উত্তরণের পথ তৈরি করেন এবং অপ্রত্যাশিত উৎস থেকে রিজিক দেন।
আল্লাহর উপর পূর্ণ ভরসা (তাওয়াক্কুল): রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে, আল্লাহ তার দায়িত্ব গ্রহণ করেন এবং ধারণার বাইরে থেকে রিজিক দান করেন। এটি বিশ্বাসের পাশাপাশি আত্মিক প্রশান্তির পথও খুলে দেয়।
অটল বিশ্বাস (একিন): আল্লাহর দয়ায় রিজিক নির্ধারিত—এই বিশ্বাস একজন মুমিনকে দুশ্চিন্তা থেকে মুক্ত রাখে। সূরা আল-জাসিয়ায় এই বিশ্বাসকে হেদায়াত ও রহমতের উপায় হিসেবে উল্লেখ করা হয়েছে।
ক্ষমা প্রার্থনা (ইস্তিগফার): নিয়মিত ইস্তিগফার আত্মার পরিশুদ্ধি ঘটায় এবং রিজিকে বরকত দেয়। হাদিসে উল্লেখ রয়েছে, আকাশসম পাপ হলেও ক্ষমা চাওয়ার মাধ্যমে আল্লাহ ক্ষমা করেন, শর্ত শুধু–আল্লাহর কাছে আশা থাকা।
এই চার গুণ চর্চা করে একজন ব্যক্তি দুনিয়াতেও সফলতা অর্জন করতে পারেন এবং আত্মিকভাবে পূর্ণতা লাভ করতে পারেন বলে ধর্মবিশেষজ্ঞরা মনে করছেন।



