Logo
Logo
×

ধর্ম

আশুরার রোজা: মাফ হতে পারে এক বছরের গুনাহ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১১:৫৩ এএম

আশুরার রোজা: মাফ হতে পারে এক বছরের গুনাহ

ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের দশম দিন, যা "আশুরা" নামে পরিচিত, মুসলিম সমাজে ধর্মীয়ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এ দিনে রোজা পালন করা সওয়াবপূর্ণ এবং তা এক বছরের গুনাহ মাফের মাধ্যম হিসেবে বর্ণিত হয়েছে হাদিসে।

রোজার গুরুত্ব ও ঐতিহাসিক প্রেক্ষাপট: রাসুলুল্লাহ (সা.) হিজরতের পর মদিনায় পৌঁছেই দেখতে পান, ইহুদিরা আশুরার দিনে রোজা পালন করে থাকেন, কারণ এই দিনে আল্লাহ তাআলা মুসা (আ.) এবং তার সম্প্রদায়কে ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন। তখন রাসুল (সা.) বলেন, “আমি তোমাদের চেয়ে মুসার অধিক হকদার।” এরপর তিনি নিজেও রোজা পালন করেন এবং সাহাবিদেরও তা পালনের নির্দেশ দেন। (সহিহ মুসলিম: ২৫৪৮)

আশুরার রোজার ফজিলত: হাদিসে রয়েছে, আশুরার রোজা পালনকারী ব্যক্তির পূর্ববর্তী এক বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। (সহিহ মুসলিম: ২৬১৭) ইবনে আব্বাস (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) আশুরা ও রমজানের রোজাকে অন্য যেকোনো রোজার তুলনায় বেশি গুরুত্ব দিতেন। (সহিহ বুখারি: ২০০৬)

রোজা পালনের সুন্নত পদ্ধতি: রাসুল (সা.) মুসলমানদের নির্দেশ দিয়েছেন আশুরার আগে বা পরে একটি দিন অতিরিক্ত রোজা রাখতে, যাতে ইহুদিদের রীতি থেকে পৃথক থাকা যায়। (মুসনাদে আহমদ: ২১৫৫)

বাংলাদেশে ১৪৪৭ হিজরির মহররম মাস শুরু হয়েছে ২৭ জুন শুক্রবার। ফলে ১০ মহররম বা আশুরা পড়ছে ৬ জুলাই, রোববার। মুসলমানরা ৫–৬ জুলাই অথবা ৬–৭ জুলাই, দুদিন রোজা রাখতে পারেন।

ইতিহাস ও ইসলামী ঐতিহ্যের সঙ্গে আশুরার সংযোগ: আশুরার দিন বহু নবীর জীবনে গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছিল—

হজরত আদম (আ.)-এর সৃষ্টি

হজরত নূহ (আ.)-এর জুদি পাহাড়ে অবতরণ

হজরত ইব্রাহিম (আ.)-কে অগ্নিকুণ্ড থেকে মুক্তি

হজরত মুসা (আ.)-এর ফেরাউন থেকে রক্ষা

হজরত ইউনুস (আ.) মাছের পেট থেকে মুক্তি

হজরত সুলাইমান (আ.)-এর রাজত্ব ফিরে পাওয়া

হজরত ঈসা (আ.)-কে আকাশে তুলে নেওয়া

৬০ হিজরিতে এই দিনেই কারবালায় রাসুলুল্লাহ (সা.)-এর দৌহিত্র ইমাম হুসাইন (রা.) স্বপরিবারে শাহাদাত বরণ করেন। এই ঘটনা আশুরাকে আরও গভীরভাবে হৃদয়বিদারক করে তুলেছে মুসলিম জগতে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন