Logo
Logo
×

প্রবাস

মালদ্বীপে বিশেষ অভিযানে আটক ৫০ জনের বেশি প্রবাসী শ্রমিক

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১২:৪৯ এএম

মালদ্বীপে বিশেষ অভিযানে আটক ৫০ জনের বেশি প্রবাসী শ্রমিক

ছবি : সংগৃহীত

মালদ্বীপ ইমিগ্রেশন বিভাগ দেশজুড়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে, যেখানে ৫০ জনেরও বেশি অনিয়মিত প্রবাসী শ্রমিককে আটক করা হয়েছে।

গত ২৪ এপ্রিল প্রকাশিত এক বিবৃতিতে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, পুলিশের সহায়তায় রাজধানী মালে সংলগ্ন ধুভাফারু এলাকায় যৌথ টাস্কফোর্সের মাধ্যমে অভিযান চালানো হয়। বৈধ কাগজপত্রের অভাবে এসব প্রবাসীকে আটক করা হয়েছে বলে জানানো হয়।

দিনব্যাপী এই অভিযানে শতাধিক শ্রমিকের পরিচয়পত্র যাচাই ও জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তদন্তের স্বার্থে আটক ব্যক্তিদের জাতীয়তা প্রকাশ করা হয়নি। মালদ্বীপ সরকার আশাবাদ ব্যক্ত করেছে যে, চলমান ‘অপারেশন কুরাঙ্গি’ কার্যক্রম শেষ হলে দেশে অনিয়মিত অভিবাসন সমস্যার একটি স্থায়ী সমাধান সম্ভব হবে।

উল্লেখযোগ্য যে, ২০২৩ সাল থেকে অভিবাসন সুরক্ষা নীতির আওতায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়। এ পর্যন্ত ৬ হাজারের বেশি অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বর্তমান অভিযানের ফলে রাজধানী ছাড়িয়ে অন্যান্য দ্বীপগুলোতেও অভিযান জোরদার করা হয়েছে, কারণ অনেক অনিয়মিত শ্রমিক সেখানকার নিরাপদ আশ্রয়ে চলে গেছে।

এছাড়া, মালদ্বীপ সরকার বর্তমানে প্রবাসী কর্মীদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করছে। গত ১৯ মার্চ হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয় জানায়, ইতোমধ্যে এক লাখের বেশি অভিবাসীর বায়োমেট্রিক তথ্য সংগ্রহ সম্পন্ন হয়েছে। যেসব কর্মী এখনও তথ্য জমা দেননি, তাদের আগামী ৩০ এপ্রিলের মধ্যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য না দিলে তাদেরকে দেশে ফেরত পাঠানো হবে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন