Logo
Logo
×

প্রবাস

অবৈধ অভিবাসীদের বর্তমান পরিস্থিতি নিয়ে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সেমিনার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০১:৫৩ পিএম

অবৈধ অভিবাসীদের বর্তমান পরিস্থিতি নিয়ে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সেমিনার

ছবি : সংগৃহীত

৫ এপ্রিল সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব ‘অবৈধ অভিবাসীদের বর্তমান পরিস্থিতি ও করণীয়’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রবন্ধ লিখেন মিডিয়া কর্মী ও অভিনেতা শামীম শাহেদ এবং প্রবন্ধটি পাঠ করেন সাংবাদিক দর্পণ কবীর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইমিগ্রেশন বিষয়ক বিশিষ্ট অ্যাটর্নি অশোক কর্মকার।

সেমিনারে বক্তব্য রাখেন মূলধারার রাজনীতিবিদ গিয়াস আহমেদ, প্রবাস পত্রিকার সম্পাদক মোহাম্মদ সাঈদ, মানবাধিকার কর্মী রাসেল আহমেদ, ট্রাভেলস ব্যবসায়ী নজরুল ইসলাম এবং প্রেসক্লাবের সহ-সভাপতি মনজুরুল হক মন্জু। সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শওকত ওসমান রচি এবং সভা সঞ্চালনা করেন যুগ্ম-সম্পাদক আবু বকর সিদ্দিক।

প্রবন্ধে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির বিতর্কিত দিকগুলো তুলে ধরা হয়। ইমিগ্রেশন অ্যাটর্নি অশোক কর্মকার বলেন, নতুন কোনো আইন না হলেও আইস (ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্ট) প্রচলিত আইন কঠোরভাবে প্রয়োগ করছে। তিনি অভিবাসীদের সতর্ক থাকার পরামর্শ দেন এবং অপরাধমূলক কাজে জড়িত না হওয়ার আহ্বান জানান।

মানবাধিকার কর্মী রাসেল আহমেদ বলেন, বৈরী পরিস্থিতিতে কমিউনিটির সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আনডকুমেন্টেড অভিবাসীদের এসাইলাম করার ফাঁদে না পড়ার পরামর্শ দেন।

মূলধারার রাজনীতিবিদ গিয়াস আহমেদ বলেন, অভিবাসন নীতির বর্তমান পরিস্থিতির জন্য ডেমক্রেটরা দায়ী। তিনি সবাইকে সতর্ক থাকার এবং মিথ্যা তথ্য না দেওয়ার আহ্বান জানান।

সভাপতির ভাষণে শওকত ওসমান রচি বলেন, অভিবাসীদের সঠিক তথ্য ও আইনি পরামর্শ পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রেসক্লাব এই সেমিনারের আয়োজন করেছে। সেমিনারের শেষ পর্বে প্রশ্নোত্তর পর্বে উপস্থিতদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অ্যাটর্নি অশোক কর্মকার। তিনি স্টুডেন্ট ভিসার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন এবং আন্দোলনে জড়িত হলে আইস-এর জেরার মুখে পড়ার সম্ভাবনার কথা জানান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন