
প্রিন্ট: ৩০ মার্চ ২০২৫, ১১:১৬ এএম
ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করার সময় ১৫ বাংলাদেশিকে আটক

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৫:৫০ পিএম

ছবি : সংগৃহীত
ভুয়া ক্রিকেট টুর্নামেন্টের কাগজপত্র দেখিয়ে ও ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করার সময় ১৫ বাংলাদেশিকে আটক করেছে দেশটির বর্ডার কন্ট্রোল ও প্রটেকশন এজেন্সি (একেপিএস)। সোমবার (১৭ মার্চ) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের আটক করা হয় বলে মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয় মাইল জানিয়েছে।
বর্ডার কন্ট্রোল কর্তৃপক্ষ জানায়, আটক ব্যক্তিরা বিমানবন্দরে ক্রিকেটের জার্সি পরে উপস্থিত হন এবং দাবি করেন যে, পেনাং ক্রিকেট অ্যাসোসিয়েশনের একটি টুর্নামেন্টে অংশ নিতে এসেছেন। তারা টুর্নামেন্টের একটি আমন্ত্রণপত্রও উপস্থাপন করেন, যেখানে বলা হয় ২১ থেকে ২৩ মার্চ পর্যন্ত প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।
তবে যাচাই-বাছাই করে দেখা যায়, উল্লেখিত সময়ে কোনো ক্রিকেট টুর্নামেন্টের অস্তিত্ব নেই এবং উপস্থাপিত কাগজপত্রও ভুয়া।
বর্ডার কন্ট্রোল কর্তৃপক্ষ আরও জানায়, আটক ব্যক্তিরা এক ব্যক্তিকে তাদের গ্যারান্টর হিসেবে পরিচয় করিয়ে দেন। তবে ওই ব্যক্তি জানান, তিনি শুধুমাত্র একটি কোম্পানির প্রতিনিধি এবং এই ক্রিকেট টুর্নামেন্ট সম্পর্কে কিছুই জানেন না।
পরবর্তী তদন্তে নিশ্চিত হওয়া যায় যে, আটক ব্যক্তিরা কোনো ক্রিকেটার নন, বরং একটি সংঘবদ্ধ চক্রের সদস্য, যারা ভুয়া পরিচয়ে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছিল।
এরপর তাদের মালয়েশিয়ায় প্রবেশ করতে না দিয়ে দেশের আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্ডার কন্ট্রোল কর্তৃপক্ষ হুঁশিয়ারি দিয়ে বলেছে, ভিসার অপব্যবহার করে কেউ খেলোয়াড় পরিচয়ে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।