
প্রিন্ট: ৩০ মার্চ ২০২৫, ০৯:৫৯ এএম
মালয়েশিয়া থেকে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৯ পিএম

ছবি : সংগৃহীত
মালয়েশিয়া সরকার বিভিন্ন সময়ে আটক ২৮ বাংলাদেশিসহ মোট ১৩১ জন বন্দিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। সাজা শেষ হওয়ার পর তাদের ফেরত পাঠানো হয় বলে জানিয়েছে দেশটির জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ।
মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৬৩ এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার বিধি অনুযায়ী বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত হন এসব অভিবাসী। কারাদণ্ড শেষে নিজ নিজ দেশের দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাইয়ের পর, নিজ খরচে তাদের দেশে ফেরত পাঠানো হয়। একইসঙ্গে, যাতে তারা পুনরায় মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারেন, সে জন্য তাদের কালো তালিকাভুক্ত করা হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জোহর রাজ্যের অভিবাসন বিভাগ জানায়, বন্দিরা রাজ্যের পেকান নেনাস বন্দিশিবিরে সাজা ভোগের পর কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (KLIA-1) এবং KLIA টার্মিনাল-২ এর মাধ্যমে নিজ দেশে ফেরত গেছেন।
ফেরত পাঠানোদের মধ্যে রয়েছেন—
- ৬৭ জন মিয়ানমারের নাগরিক
- ২৮ জন বাংলাদেশি
- ২১ জন থাই নাগরিক
- ১০ জন পাকিস্তানি
- ৪ জন ভারতীয়
- ১ জন ইউক্রেনীয়
এর আগে, চলতি মাসের ৯ ফেব্রুয়ারি একই বন্দিশিবির থেকে ২৩ বাংলাদেশিসহ মোট ২৭৮ জন অভিবাসীকে ফেরত পাঠিয়েছিল মালয়েশিয়া। তাদের মধ্যে ২৩০ জন ইন্দোনেশীয়, ১৭ জন পাকিস্তানি, ৬ জন ভারতীয়, একজন শ্রীলঙ্কার এবং একজন সিঙ্গাপুরের নাগরিকও ছিলেন।