Logo
Logo
×

প্রবাস

মালয়েশিয়ায় বাংলাদেশি নারীসহ গ্রেপ্তার ৫১

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ০৩:১২ পিএম

মালয়েশিয়ায় বাংলাদেশি নারীসহ গ্রেপ্তার ৫১

আটকদের একাংশ। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে ৪০ বাংলাদেশিসহ ৫১ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ১২টায় সিগামুট এলাকায় স্থানীয় নাগরিকদের অভিযোগের ভিত্তিতে একটি আবাসিক ভবনের অভিযান পরিচালনা করে দেশটির ইমিগ্রেশন। অভিযান শেষ হয় ভোর ৪টায়।

ইমিগ্রেশন কুয়ালালামপুরের ডিরেক্টর ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ জানান, অভিযানে মোট ৩৭টি রুম চেক করে ১৫৮ জন অভিবাসী কর্মীদের কাগজপত্র পরীক্ষা করে ৫১ জন অবৈধ অভিবাসী কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বয়স ৩ থেকে ৪৫ বছরের মধ্যে।

গ্রেপ্তারদের মধ্যে সবচেয়ে বেশি ৪০ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এ ছাড়া ৬ জন ইন্দোনেশিয়ান, ৪ জন নেপালি ও একজন পাকিস্তানের নাগরিক রয়েছেন।

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী কর্মীদের গ্রেপ্তারের জন্য নিয়মিত অভিযান পরিচালনা করছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

কুয়ালালামপুর ইমিগ্রেশন ডিরেক্টর জানান, মালয়েশিয়াতে বসবাসের জন্য তাদের কাছে বৈধ কোন ডকুমেন্ট নাই। গ্রেপ্তারকৃত সবাইকে ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার জন্য।

এ ছাড়া অভিযানের সময় উপস্থিত সাংবাদিকদের কাছ থেকে জানা যায়, একজন বাংলাদেশি কর্মীর বৈধ কাগজপত্র আছে। তবে তার বাংলাদেশি স্ত্রীর বৈধ কাগজপত্র না থাকায় ইমিগ্রেশন তাকে আটক করে।

স্ত্রীর মুক্তি চান ওই বাংলাদেশি। ইমিগ্রেশন আইন অনুযায়ী শেষ পর্যন্ত স্বামীর বৈধ কাগজপত্র থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়, তবে ওই নারীকে আটক করে নিয়ে যাওয়া হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন