Logo
Logo
×

প্রবাস

১৫ বাংলাদেশিসহ ৮৭ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৭:৪৪ পিএম

১৫ বাংলাদেশিসহ ৮৭ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

১৫ বাংলাদেশিসহ ৮৭ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

৮৭ জন অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। এদের মধ্যে রয়েছেন ১৫ জন বাংলাদেশি। শনিবার (৯ নভেম্বর) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এসব বিদেশি নাগরিককে তাদের নিজ দেশে প্রত্যাবর্তন করা হয়েছে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট (জেআইএম) ফেসবুকে এক বিবৃতিতে বলেছে, ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ সহ বিভিন্ন অপরাধে, ইন্দোনেশিয়ার ৩৩, ভারতের ২৯, বাংলাদেশের ১৫, কম্বোডিয়ার ৩, ভিয়েতনামের ৩, চীনের ২, থাই ১ এবং মিশরের ১ নাগরিকসহ মোট ৮৭ জন অভিবাসীর কারাদণ্ড শেষে তাদের প্রত্যাবাসন করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, অভিবাসীরা তাদের নিজ নিজ জাতীয় দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই ও পাস পাওয়ার পরেই তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়। আকাশ ও স্থলপথে তাদের নিজ দেশে ফেরার ক্ষেত্রে যাত্রার খরচ নিজেদেরই বহন করতে হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন