Logo
Logo
×

প্রবাস

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে ৭২ বাংলাদেশিসহ ৪০২ অবৈধ অভিবাসী আটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০১:৩১ পিএম

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে ৭২ বাংলাদেশিসহ ৪০২ অবৈধ অভিবাসী আটক

ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার দুই রাজ্যে অবৈধ অভিবাসীদের ধরতে সাঁড়াশি অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এতে ৭২ জন বাংলাদেশিসহ মোট ৪০২ জনকে আটক করা হয়েছে।

ইমিগ্রেশন সূত্র জানায়, জোহর বাহরুর তেব্রাউ শিল্প এলাকায় একটি কম্পিউটার যন্ত্রাংশ কারখানায় বুধবার সন্ধ্যা ৭টায় অভিযান চালানো হয়। সেখানে বৈধ ভ্রমণ নথি ও পারমিট ছাড়াই বিপুলসংখ্যক বিদেশি শ্রমিক কাজ করছিলেন। অভিযানে ৩৫৬ জনকে আটক করা হয়।

জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহদ রুসদি মোহদ দারুস জানান, সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার সহযোগিতায় অভিযান পরিচালিত হয়। তিনি বলেন, কয়েকজন পালানোর চেষ্টা করলেও দ্রুত বহির্গমন পথ বন্ধ করে দেওয়ায় তা ব্যর্থ হয়। তদন্তে সহায়তার জন্য কারখানার মানবসম্পদ বিভাগের দুইজন স্থানীয় কর্মীকেও আটক করা হয়েছে।

আটকদের মধ্যে রয়েছেন ২৯৯ জন মিয়ানমারের নাগরিক, ২৬ জন বাংলাদেশি, ২২ জন ভারতীয়, তিনজন ইন্দোনেশীয়, দুইজন নেপালি এবং একজন করে পাকিস্তান ও ফিলিপাইনের নাগরিক। তাদের বয়স ১৮ থেকে ৪৬ বছরের মধ্যে।

রুসদি জানান, কারখানাটিতে অভিবাসন আইন লঙ্ঘনের সুসংগঠিত প্রমাণ পাওয়া গেছে। আটক সবাইকে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ ও বিধিমালা ১৯৬৩-এর আওতায় সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। তিনি আরও বলেন, অবৈধ শ্রমিক নিয়োগ করে যারা মুনাফা অর্জন করছে তাদের বিরুদ্ধে কোনো আপস করা হবে না।

এদিকে, নেগেরি সেম্বিলান রাজ্যের নিলাই এলাকায় একটি ইস্পাত কারখানায় পৃথক অভিযানে আরও ৪৬ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। আটক সবাই বাংলাদেশি নাগরিক।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন