Logo
Logo
×

প্রবাস

কুয়ালালামপুরে অভিযানে বাংলাদেশিসহ ১২৪ অবৈধ প্রবাসী আটক

Icon

প্রবাস ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

কুয়ালালামপুরে অভিযানে বাংলাদেশিসহ ১২৪ অবৈধ প্রবাসী আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের চৌকিট জিএম প্লাজায় যৌথ অভিযান চালিয়ে বাংলাদেশিসহ মোট ১২৪ জন বিদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে টানা দুই ঘণ্টা অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে সহযোগিতা করে মালয়েশিয়া কোম্পানি কমিশন (এসএসএম), কুয়ালালামপুর ভোক্তাবিষয়ক মন্ত্রণালয় (কেপিডিএনকেএল) এবং কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল)।

অভিযান শুরুর পর বহু বিদেশি পালানোর চেষ্টা করেন। কেউ দোকানের ভেতরে লুকিয়ে পড়েন, কেউ আবার গ্রাহক সেজে রেহাই পাওয়ার চেষ্টা করেন। জরুরি সিঁড়ি ও লিফট ব্যবহার করে পালাতে চাওয়া কয়েকজনকেও নজরে এনে আটক করে কর্তৃপক্ষ।

অভিযানে পাকিস্তানি নাগরিক ৪৭ বছর বয়সী মুনিরকে আটক করা হয়। তিনি ইউএন কার্ড দেখালেও তা গত বছরের অক্টোবরে মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। মুনির বলেন, আমি ছয় বছর ধরে মালয়েশিয়ায় আছি। আমার পরিবার অসুস্থ। আমাকে ছেড়ে দিন। আমি কানাডায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম।

এ ছাড়া মিয়ানমারের ২২ বছর বয়সী কামিদ নামে এক যুবককে আটক করা হয়। তার কাছে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তিনি জানান, তিন মাস আগে এজেন্টকে ৬ হাজার রিঙ্গিত দিয়ে মালয়েশিয়ায় এসেছেন, কিন্তু এখনো কোনো কাজ পাননি।

কুয়ালালামপুর ইমিগ্রেশন পরিচালক ওয়ান মোহাম্মদ সাওপি ওয়ান ইউসুফ জানান, অভিযানে মোট ২০৫ জনকে তল্লাশি করা হয়। এর মধ্যে ২০ থেকে ৫৯ বছর বয়সী পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার, ভারত, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের ১২৪ জনকে ইমিগ্রেশন আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে আটক করা হয়েছে। তবে তাদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা এখনও জানা যায়নি।

অভিযানে ডিবিকেএল ছয়টি কম্পাউন্ড এবং লাইসেন্স ছাড়া ব্যবসা ও বিদেশি শ্রমিক রাখার অভিযোগে একটি দোকান সিলগালা করেছে। আটক বিদেশিদের জিজ্ঞাসাবাদের জন্য জালান দুতায় অবস্থিত কুয়ালালামপুর ইমিগ্রেশন অফিসে নেওয়া হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন