Logo
Logo
×

প্রবাস

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশি নিহত, ৭ জনই সন্দ্বীপের

Icon

অসলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১০:০৪ এএম

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশি নিহত, ৭ জনই সন্দ্বীপের

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ওপরে বাঁ থেকে মো. জুয়েল, আমিন মাঝি ও মো. সাহাবুদ্দিন। নিচে বাঁ থেকে মো. রনি, মো .বাবলু ও মো. রকি

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭ জনই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে দেশটির দুকুম সিদরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এ পর্যন্ত ১০ জন নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা জানান, হতাহতরা সবাই সাগরে মাছ ধরতে গিয়েছিলেন। ফেরার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। যতদূর জেনেছি, গাড়িতে মোট ১১ জন ছিলেন। ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়, যার মধ্যে ৭ জনের বাড়ি সন্দ্বীপে।

নিহতদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন—আমিন সওদাগর, আরজু, রকি, বাবলু, শাহাবউদ্দিন, জুয়েল, রনি ও রাউজানের আলাউদ্দিন।

প্রত্যক্ষদর্শী ও নিহতদের স্বজন সন্দ্বীপের বাসিন্দা সজীব চৌধুরী জানান, আমরা একই এলাকায় থাকতাম। প্রতিদিনের মতো তারা সাগর থেকে মাছ ধরে প্রাইভেটকারে করে বাসায় ফিরছিলেন। কিন্তু বাড়ি থেকে প্রায় এক ঘণ্টার দূরত্বে বিপরীত দিক থেকে আসা একটি মাছবাহী ট্রাক তাদের গাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। অনেকের শরীর ছিন্নভিন্ন হয়ে গেছে।

নিহতদের মরদেহ স্থানীয় দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ওমানস্থ বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে মরদেহ দেশে ফেরত পাঠানোর বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন