Logo
Logo
×

প্রবাস

মালয়েশিয়ায় অভিযানে ১৫০ বাংলাদেশিসহ ৮৯৮ অভিবাসী আটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৪ পিএম

মালয়েশিয়ায় অভিযানে ১৫০ বাংলাদেশিসহ ৮৯৮ অভিবাসী আটক

ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় এক রাতের অভিযানে ১৫০ বাংলাদেশিসহ মোট ৮৯৮ জন অনিবন্ধিত অভিবাসী কর্মীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টা থেকে ১২টা পর্যন্ত সেলাঙ্গার প্রদেশের পুলাউ ইন্ডাহ শিল্পাঞ্চলে পরিচালিত এই অভিযানে শতাধিক দোকান ও বাণিজ্যিক ভবনে তল্লাশি চালানো হয়।

সেলাঙ্গার অভিবাসন বিভাগের পরিচালক খাইরুল আমিনুস কামরুদ্দিন জানান, গত চার মাসের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে মালয়েশিয়ান রয়েল পুলিশ, মেরিটাইম ইনফোর্সমেন্ট এজেন্সি, এয়ার অপারেশনস ফোর্সেস, ক্লাং রয়েল সিটি কাউন্সিল এবং জাতীয় নিবন্ধন বিভাগের মোট ২৪২ জন কর্মকর্তা অংশ নেন।

অভিযানে ১,১৩২ জনের পরিচয়পত্র যাচাই করে ৮৯৮ জনের বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৬৪৩ জন ইন্দোনেশিয়ান, ১৫০ জন বাংলাদেশি, ৩৫ জন পাকিস্তানি, ৩৬ জন মিয়ানমারের, ২৪ জন নেপালি এবং ১০ জন ভারতীয় নাগরিক রয়েছেন। তাদের বয়স ১৬ থেকে ৮০ বছরের মধ্যে হলেও কোনো বাংলাদেশি নারী আটক হয়েছেন কি না, তা নিশ্চিত করা যায়নি।

আটককৃতদের সেলাঙ্গার অফিসে রাখা হয়েছে এবং কাগজপত্র যাচাই শেষে তাদের সেমেনিয়াহ ইমিগ্রেশন বিপদে পাঠানো হবে। ইমিগ্রেশন কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবৈধ অভিবাসীদের আশ্রয় দিলে নিয়োগকর্তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযানের সময় অনেক নিয়োগকর্তা কর্মীদের পাসপোর্ট দিয়ে সহযোগিতা করেছেন, যা প্রমাণ করে সবাই আইন লঙ্ঘন করেননি। কর্মকর্তারা নিয়োগকর্তাদের আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানান এবং জানান, অনিবন্ধিত অভিবাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। মালয়েশিয়ায় বৈধ কাগজপত্র ছাড়া কোনো অভিবাসী অবস্থান করতে পারবেন না।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন