বাংলাদেশিদের ভিসা বন্ধের নতুন কোনো ঘোষণা দেয়নি আরব আমিরাত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১১:১০ এএম
সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশিদের জন্য নতুন করে ভিসা বন্ধের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে দেশটিতে শ্রমিক ও ভ্রমণ ভিসা আগে থেকেই স্থগিত রয়েছে।
আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ গণমাধ্যমকে জানান, যে ওয়েবসাইট থেকে বাংলাদেশিদের ভিসা বন্ধের তথ্য ছড়ানো হয়েছে সেটি ইউএই সরকারের কোনো সরকারি ওয়েবসাইট নয়।
১৭ সেপ্টেম্বর‘ইউএই ভিসা অনলাইন’ নামের একটি ওয়েবসাইটে বাংলাদেশসহ নয় দেশের শ্রমিক ও ভ্রমণ ভিসা নিষেধাজ্ঞার খবর প্রকাশ হয়। পরদিন শনিবার (২০ সেপ্টেম্বর) বিষয়টি বিভিন্ন বাংলাদেশি সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, আগে থেকেই বাংলাদেশিদের ভ্রমণ ও শ্রমিক ভিসা ইস্যু বন্ধ রয়েছে। তবে নতুন করে কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি আমিরাত সরকার।



