মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের ৩৭ শতাংশ বাংলাদেশি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১২:৫৫ পিএম
ছবি : সংগৃহীত
মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের মধ্যে সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান শীর্ষে। দেশটিতে বর্তমানে বৈধভাবে কর্মরত বাংলাদেশি শ্রমিকের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৩ হাজার ৩৩২ জন, যা মোট বিদেশি শ্রমিকের ৩৭ শতাংশ।
মঙ্গলবার (২৬ আগস্ট) মালয়েশিয়ার গণমাধ্যম দ্য স্টার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানায়। পার্লামেন্টে সংসদ সদস্য হাসান করিমের এক প্রশ্নের জবাবে শ্রমিকদের এই হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করে মন্ত্রণালয়।
প্রতিবেদনে বলা হয়, করোনা-পরবর্তী সময়ে শ্রমবাজার পুনরায় চালুর পর ২০২২ সালে মালয়েশিয়ায় প্রবেশ করেন ৪৯ হাজার ৩৫৩ বাংলাদেশি শ্রমিক। ২০২৩ সালে নতুন করে আরও ৩ লাখ ৯৭ হাজার ৫৪৮ জন বাংলাদেশি সেখানে যোগ দেন। তবে একই সময়ে অনেককে ফেরতও পাঠানো হয়—২০২২ সালে ২০ হাজার ৩৩১ জন এবং ২০২৩ সালে ২৩ হাজার ৬৫ বাংলাদেশিকে নিজ দেশে ফেরত পাঠায় নিয়োগকর্তারা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়া বা কাজের অনুমতিপত্র শেষ হওয়ার পরও মালয়েশিয়ায় অবস্থান করার কারণে ৭৯০ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে।
২০২২ ও ২০২৩ সালে বৈধ ও অবৈধ কত বাংলাদেশি শ্রমিক প্রবেশ করেছেন, কতজন দেশে ফেরত গেছেন—এসব বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানতে চান সংসদ সদস্য হাসান করিম।



