Logo
Logo
×

রাজনীতি

বিচার দৃশ্যমান ও সংস্কার করে এ বছরই নির্বাচন দিতে হবে: প্রিন্স

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৪:১৫ পিএম

বিচার দৃশ্যমান ও সংস্কার করে এ বছরই নির্বাচন দিতে হবে: প্রিন্স

ছবি-সংগৃহীত

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স বলেছেন, ‘নির্বাচন এ বছরই দিতে হবে। কারণ, নির্বাচন এপ্রিল পর্যন্ত নিলে তা আরও বিলম্বিত হতে পারে। অপশক্তি সুযোগ পেতে পারে। পতিত সরকারের আস্ফালন বাড়তে পারে। চব্বিশের গণ-অভ্যুত্থানের হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান ও প্রয়োজনীয় সংস্কার করে এ বছরই নির্বাচন দিতে হবে। লন্ডন থেকে ফিরে এসে প্রধান উপদেষ্টা এ বছরই নির্বাচন না দিলে সিপিবি আন্দোলন শুরু করবে।’

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় সিপিবির শাহাদাত হোসেন, এস এ রশীদ, মিজানুর রহমান বাবুসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ‘সংস্কার ছাড়া কমিউনিস্ট পার্টি নির্বাচন চায় না। নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হতে হবে। তার আগে বিচার শুরু করে দৃশ্যমান করতে হবে। এর আগে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করলে বিচার ও সংস্কার বাধাগ্রস্ত হবে।’

তিনি আরও বলেন, ‘সংস্কার প্রস্তাবনায় প্রশ্ন আসে ৭০০-৮০০-এর বেশি। সামনে আনছেন ১৬৪টি। সংবিধান ও সংস্কার নিয়ে নানা মত থাকবে। কিন্তু অহেতুক প্রশ্ন নিয়ে আলোচনার প্রয়োজন নেই। আমরা বলেছি ৭২-এর সংবিধানে অসংগতি আছে। এ দাবি আমরা এখনও করছি। এটা আমাদের নতুন কথা নয়। যা দূর করতে হবে।’


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন