Logo
Logo
×

রাজনীতি

জামায়াতে ইসলামীর হাতে নেতৃত্ব দিতে মানুষ উম্মুখ : আতাউর রহমান

Icon

কাজী খলিলুর রহমান

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ১২:৫৯ পিএম

জামায়াতে ইসলামীর হাতে নেতৃত্ব দিতে মানুষ উম্মুখ  : আতাউর রহমান

ছবি: যুগের চিন্তা

কসবা-আখাউড়া নির্বাচনী আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী মোঃ আতাউর রহমান সরকার বলেন, এই জনপদের মানুষ উন্মুখ হয়ে আছে জামায়াতে ইসলামীর হাতে নেতৃত্ব দিতে। আমরা যদি এই জনপদের মানুষের নেতৃত্ব দিতে চাইলে তাহলে আমাদেরকে মানুষের কাছে যেতে হবে। 

রবিবার বিকালে জামাতে ইসলামী আখাউড়া পৌর শাখার ঈদ পুনমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উপজেলা মডেল মসজিদের কনফারেন্স রুমে ঈদ পুনমিলনী অনুষ্ঠিত হয়। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের সামনে সুযোগ এসেছে। এই সুযোগ কাজে লাগাতে হবে।

জামায়াতে ইসলামী একটি ডায়নামিক সংগঠন মন্তব্য করে জামাতে ইসলামীর এমপি প্রাথী আরও বলেন, যে সময় যেটা করা দরকার, আমাদের সংগঠন তখন সেটা করার চেষ্টা করে। নেতাকর্মীদেরকে তিনি আহবান জানান, মানুষকে বলতে হবে, সৎ লোক চাই, দক্ষ লোক চাই, দেশ প্রেমিক লোক চাই। সাথে সাথে আল্লাহ ভীরু লোক চাই।  

পৌর জামায়াতের আমীর মোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীল মোঃ ইকবাল হোসেন ভূইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ বোরহান উদ্দিন খান। জামাতে ইসলামীর পৌর এলাকার শতাধিক নেতাকর্মী ঈদ পুনমিলনীতে উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন