Logo
Logo
×

রাজনীতি

নির্বাচন ডিসেম্বরে হওয়া যুক্তিযুক্ত, প্রয়োজনে জানুয়ারিতে: দুদু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৫, ০৯:৪৪ পিএম

নির্বাচন ডিসেম্বরে হওয়া যুক্তিযুক্ত, প্রয়োজনে জানুয়ারিতে: দুদু

ছবি- সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়াটাই সবচেয়ে যুক্তিযুক্ত। ডিসেম্বরে নির্বাচন করতে কী অসুবিধা আছে সেটা যদি প্রধান উপদেষ্টা সরাসরি বলেন, তাহলে সবচেয়ে ভালো হয়। আর যদি সেটি না পারেন তাহলে জানুয়ারির মধ্যেও নির্বাচন হতে পারে। এ বিষয়টি আমরা প্রধান উপদেষ্টাকে পুনর্বিবেচনার জন্য বিএনপির পক্ষ থেকে অনুরোধ জানিয়েছি।

রোববার (৮ জুন) বিকেলে চুয়াডাঙ্গা শহরের শিল্পকলা একাডেমি চত্বরে নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জান দুদু বলেন, আমরা এখন খুব জটিল, কুটিল ও এক ক্রান্তিকাল অতিক্রম করছি। বিএনপিসহ প্রায় ৫০টিরও বেশি রাজনৈতিক দল আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে। অথচ আমরা রোডম্যাপের নামে যা পেয়েছি, তা অনুযায়ী ওই সময় নির্বাচন আয়োজন করা খুব কঠিন। আমাদের দল থেকেও তা বলা হয়েছে। আমরা এখন অপেক্ষায় আছি, প্রধান উপদেষ্টা কী বলেন বা করেন। তার পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত এলে পার্টির সবাই বসে আলোচনা করে প্রয়োজনে রাজপথে নামার সিদ্ধান্ত নেওয়া হবে। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পার্টির সিদ্ধান্ত যতক্ষণ না আসে, ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।

এসময় চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান বুলা, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি নেতা এডভোকেট শামীম রেজা ডালিম, পৌর বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ রতন আলী এবং আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসিরুল ইসলাম সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন