Logo
Logo
×

রাজনীতি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের আয়োজনে কোরবানি ও মধ্যাহ্নভোজ

Icon

কাজী খলিলুর রহমান

প্রকাশ: ০৭ জুন ২০২৫, ০৬:১৬ পিএম

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের আয়োজনে কোরবানি ও মধ্যাহ্নভোজ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ক্যাম্পাসে কোরবানির আয়োজন করেছেন।

পবিত্র ঈদুল আজহার দিনে ক্যাম্পাসে থাকা শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য গরু ও ছাগল কোরবানি দেন তিনি।

পবিত্র ঈদুল আজহায় নাড়ির টানে দলে দলে অধিকাংশ শিক্ষার্থীরা বাড়ি ফিরে গেলেও জীবনের নানা সমীকরণে, স্বপ্ন পূরণের তাগিদে অনেকেই থেকে গেছেন চিরচেনা ক্যাম্পাসে। পাশাপাশি অনেক শিক্ষক,কর্মকর্তা, কর্মচারীও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঈদ উদযাপন করেছেন। ফলে সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ক্যাম্পাসেই ঈদ উদযাপন ও কোরবানির আয়োজন করেছেন স্বয়ং উপাচার্য।গোবিপ্রবির ইতিহাসে এই প্রথম কোনো উপাচার্য ক্যাম্পাসে অবস্থান করে কোরবানি ও মধ্যহ্নভোজের আয়োজন করলেন। 

শিক্ষার্থীরা যাকে দেখছেন পরিবর্তনের বার্তা হিসেবে। তারা মনে করেন, একজন অভিভাবক হিসেবে ভিসি স্যার আমাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন, কোরবানি ও মধ্যহ্নভোজের আয়োজন করেছেন যা প্রশংসার দাবিদার। স্যারের আন্তরিকতা মুগ্ধ করেছে। 

এর আগে আজ শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন উপাচার্য হোসেন উদ্দিন শেখর।। নামাজ শেষে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এবং উপাচার্যের বাসভবনে সেমাই ও কাবাবের আয়োজন করা হয়।

 জানতে চাইলে অধ্যাপক শেখর বলেন, নানাবিধ কারণে বেশকিছু শিক্ষার্থী ঈদের ছুটিতেও ক্যাম্পাসে অবস্থান করছে। পরিবার পরিজন ছাড়া ঈদ উদযাপন যেন ফ্যাকাসে না হয় তাই ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে এ আয়োজন করা হয়েছে। এমন আয়োজন বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করবে বলে আমি মনে করি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন