আওয়ামী লীগ পুনর্বাসিত হলে তার দ্বায় বর্তমান সরকারের : খায়রুল কবির খোকন
নরসিংদী প্রতিবেদক
প্রকাশ: ৩০ মে ২০২৫, ০৯:২৬ পিএম
ছবি - যুগের চিন্তা
বিএনপি'র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, জাপানে গিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন কেবল একটি দল নির্বাচন চায়। প্রকৃত পক্ষে দেশের আপামর জনতাসহ সকল দলই একটি সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছে। ছাত্র-জনতার পাশাপাশি বিএনপির দীর্ঘ সময়ে আন্দোলনের ফলে শেখ হাসিনার পতন হয়েছে। আমাদের পছন্দের নোবেল জয়ী ইউনূস দায়িত্বে আছেন। তাহলে নির্বাচন নিয়ে এতো টালবাহানা কেন? কোন কারণে যদি আবার স্বৈরাচারী আওয়ামী লীগ পূনবার্সিত হয় তাহলে সেই দ্বায় কিন্তু বর্তমান অন্তবর্তীকালীন সরকার ও দেশের দায়িত্বরতদের নিতে হবে।
শুক্রবার (৩০ মে) সন্ধ্যায় নরসিংদীর শিশু একাডেমীর হল রুমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নরসিংদী জেলা বিএনপির আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, পৃথিবীর ইতিহাসে দেশ ও জাতির সংকটে, ক্রান্তিকালে, বিপর্যয়ের সময় শহীদ জিয়াউর রহমান দুইবার নেতৃত্ব দেওয়ার গৌরব অর্জন করেছে। যা আমাদের গর্বের বিষয়। তার অল্প শাসনামলে তিনি বিশ্বের নেতা হয়েছিলেন। শহীদ জিয়াউর রহমান বিদেশে মানবসম্পদ রপ্তানির দিগন্ত উন্মোচিত করেছিলেন। জিয়াউর রহমান মুক্ত অর্থনীতিকে সমৃদ্ধ করেছিলেন। তিনি শাসনামলে দেশকে স্বয়ংনির্ভরশীল করেছিলেন।
তিনি বলেন, জনগণ এই দেশের মালিক, অন্তবর্তীকালীন সরকার জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে সসম্মানে বিধায় নিবেন। আশা করি তাদের শুভ বুদ্ধির উদয় হবে, ডিসেম্বরের মধ্যে সুনির্দিষ্ট দিন, তারিখ ঘোষণা করলে দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে। আর যতই প্রলম্বিত করবে, দেশের পরিস্থিতি ঘোলাটে হবে, দেশ সংঘাতের দিকে চলে যেতে পারে। জনগণের ধৈর্য্য, সংযম, সহনশীলতার বাঁধ ভেঙ্গে গেলে তারা রাস্তায় নেমে আসবে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত, জনগণের ভোটের অধিকার, আইনের শাসন, বিচার বিভাগের ন্যায় বিচার, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এই আন্দোলনে বিজয় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে ঘরে ফিরে যাবো না। এই আন্দোলনের মাধ্যমেই আসরা চূড়ান্ত বিজয় অর্জিত করবো।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহীর সঞ্চালনায় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক এড. বাছেদ ভূইয়া, ভিপি জলিল, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল, ফারুক উদ্দীন ভূঁইয়া, রবিউল ইসলাম রবি, ইকবাল হোসেন, বিজি রশিদ নওশের, আমিনুল হক বাচ্চু, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুত, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নাসির, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক স্বপ্না আহমেদ, হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল কবির ভূঁইয়া সহ বিএনপির অন্যান্য নেতাকর্মীবৃন্দ।



