Logo
Logo
×

রাজনীতি

হাইকোর্টের রায়ে খালাস পেলেন ডা. জুবাইদা রহমান ও তারেক রহমান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৫, ০৪:২৩ পিএম

হাইকোর্টের রায়ে খালাস পেলেন ডা. জুবাইদা রহমান ও তারেক রহমান

ছবি : সংগৃহীত

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তিন বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের আপিল মঞ্জুর করে তাকে খালাস দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারিক আদালতের রায় বাতিল করা হয়েছে।  

বুধবার (২৮ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। একই মামলায় ৯ বছরের দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও খালাস দেওয়া হয়েছে।  

আদালতে আপিলের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান, কায়সার কামাল ও জাকির হোসেন ভূঁইয়া। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আব্দুল করিম।  

এ মামলার বিচার শেষে ২০২৩ সালের ২ আগস্ট ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত তারেক রহমানকে ৯ বছর এবং তার স্ত্রীকে ৩ বছরের কারাদণ্ড দেন। তবে আপিলের শুনানি শেষে হাইকোর্ট অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুজনকেই খালাস দিয়েছেন।  

উল্লেখ্য, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক রহমানের সঙ্গে লন্ডন পাড়ি দেন ডা. জুবাইদা রহমান। দীর্ঘ ১৭ বছর পর চলতি বছরের ৬ মে তিনি শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশে ফিরে আসেন।  

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন