Logo
Logo
×

রাজনীতি

উপদেষ্টাদের দলীয় পরিচয়ে চিহ্নিত করার অপচেষ্টা উদ্দেশ্যপ্রণোদিত: হাসনাত আব্দুল্লাহ

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২৫, ০১:২৪ পিএম

উপদেষ্টাদের দলীয় পরিচয়ে চিহ্নিত করার অপচেষ্টা উদ্দেশ্যপ্রণোদিত: হাসনাত আব্দুল্লাহ

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, এই দুই উপদেষ্টা কোনো নির্দিষ্ট দলের প্রতিনিধিত্ব করছেন না, বরং চলমান গণঅভ্যুত্থানের সার্বজনীন প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

রোববার (২৫ মে) চট্টগ্রামের দুই নম্বর গেট এলাকায় এক পথসভায় বক্তব্যের শুরুতেই তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, "তাদেরকে দলীয় পরিচয়ে ট্যাগ করার প্রচেষ্টা উপদেষ্টাদের ব্যক্তিগত সম্মানহানির পাশাপাশি গণআন্দোলনের সার্বজনীনতা নিয়েও প্রশ্ন তুলছে। আমরা এই বিভ্রান্তিকর প্রচারণার তীব্র নিন্দা জানাই।"

তিনি আরও জানান, সরকার প্রধানের কাছে তারা বিচারব্যবস্থার সংস্কার, নতুন সংবিধান প্রণয়ন, গণপরিষদ ও আইনসভার নির্বাচন, আহত ও শহীদ পরিবারের পুনর্বাসনসহ মৌলিক সংস্কারের দাবিতে সুস্পষ্ট বার্তা দিয়েছেন। সেই সঙ্গে তারা দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণারও দাবি জানান।

গণমানুষের মতামত জানতেই আমরা চট্টগ্রাম দক্ষিণ থেকে যাত্রা শুরু করেছি। দেশব্যাপী ঘুরে জনগণের ভাবনা জানব এবং আমাদের পরিকল্পনাও তুলে ধরব। এটি হবে একটি পারস্পরিক সংলাপের প্রক্রিয়া, বলেন তিনি।

পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু এবং জুবাইরুল আরিফ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন