Logo
Logo
×

রাজনীতি

অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জামায়াত আমিরের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৫, ১১:৪৭ এএম

অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জামায়াত আমিরের

ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। শনিবার (২৪ মে) রাজধানীতে দলটির কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে যোগ দিয়ে তিনি এ বক্তব্য দেন।  

তিনি বলেন, নির্বাচন নিয়ে সরকারকে বাধ্য করা নয়, বরং সহযোগিতা করা উচিত। প্রধান উপদেষ্টা প্রতিপক্ষ নন, বরং তিনি সরকারের অভিভাবক। রাজনৈতিক অস্থিতিশীলতা নিরসনে সকল দলকে একসঙ্গে কাজ করতে হবে।  

জামায়াত আমির আরও বলেন, সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলির দিকে তারা সতর্ক দৃষ্টি রাখছেন। তবে জাতিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনোভাবেই সমীচীন হবে না।  

তিনি সর্বদলীয় বৈঠক আয়োজনের আহ্বান জানিয়ে বলেন, আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান সম্ভব। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, পূর্বের নির্বাচনে জনগণের ভোটাধিকার ক্ষুণ্ণ হয়েছে, তাই এখন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হওয়া জরুরি।  

নির্বাচনের রোডম্যাপ এখনো প্রকাশিত হয়নি উল্লেখ করে তিনি সরকারকে দ্রুত এই পরিকল্পনা ঘোষণা করতে বলেন।  

এছাড়া, মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দর নিয়ে তিনি সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান, কারণ এটি জাতীয় নিরাপত্তার সাথে সম্পর্কিত।  

সেনাবাহিনীর বিতর্ক এড়ানোর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সেনাবাহিনীকে রাজনৈতিক বিতর্কের বাইরে রাখতে হবে।  

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে, পাশাপাশি রাজনৈতিক সংকট নিরসনে সংলাপের ওপর জোর দেওয়া হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন