Logo
Logo
×

রাজনীতি

শাহরিয়ার সাম্য হত্যার প্রতিবাদে ছাত্রদলের শাহবাগ অবরোধ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৫, ০৬:০০ পিএম

শাহরিয়ার সাম্য হত্যার প্রতিবাদে ছাত্রদলের শাহবাগ অবরোধ

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের বিচার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বৃষ্টি উপেক্ষা করেও মঙ্গলবার (২০ মে) বিকাল সাড়ে ৩টায় সংগঠনের নেতাকর্মীরা শাহবাগে জড়ো হয়ে আন্দোলনে অংশ নেন, যার ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।  

অবরোধ চলাকালে ছাত্রদলের নেতাকর্মীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘সাম্য হত্যার বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।  

এর আগে, রোববারের কর্মসূচি থেকে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন ছাত্রদলের শীর্ষ নেতারা। এছাড়া, হত্যাকারীদের গ্রেফতার ও বিচার নিশ্চিত না হলে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তারা।  

গত ১৩ মে গভীর রাতে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন শাহরিয়ার সাম্য। রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

এ ঘটনায় নিহতের ভাই শাহবাগ থানায় মামলা দায়ের করেন। নিহত সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন এবং স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনাবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।  

বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, সরকারের সদিচ্ছার অভাব থাকলে তারা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবে এবং বিচারের দাবিতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। আন্দোলনকারীরা দ্রুত হত্যাকারীদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করার দাবি জানান।  

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন